Homeশিক্ষা ও কেরিয়ারশুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের...

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

প্রকাশিত

অজন্তা চৌধুরী

শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা সাফল্যের সঙ্গে পার করে ফেলল দুটো বছর। ২০২২ সালে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয় শিল্পায়ন নাট্যবিদ্যালয়ের। তারা যৌথভাবে এই প্রশিক্ষণ দিয়ে আসছে। কোর্স শুরু হয় ২০২৩ সালে।

মৌ স্বাক্ষরের দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ এবং দীপা ব্রহ্ম (অধুনা প্রয়াত)। আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বছরের অভিনয় শেখার ডিপ্লোমা কোর্সের পাঠক্রম। বছরভর এই পাঠক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার প্রথিতযশা নাট্যশিল্পীরা।

শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অধ্যক্ষ আশিস চট্টোপাধ্যায় জানালেন, “প্রথম বছর থেকেই জেলার কোনো নাট্যবিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে শামিল হয়েছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিল্পায়ন নাট্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একমাত্র নাট্য বিদ্যালয়, যা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মৌ চুক্তি করতে পেরেছে। ৬ জুলাই থেকে এই নাট্য বিদ্যালয়ের নতুন সেশন শুরু হচ্ছে। এ বছর বাংলার প্রথিতযশা নাট্যব্যক্তিত্বরা পঠনপাঠনে সহায়তা করবেন বলে কথা দিয়েছেন এবং ইতিমধ্যে তার একটা তালিকাও তৈরি হয়ে গেছে। হাতে কলমে অভিনয়ের এক বছরের এই কোর্সের পর এখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে রামকৃষ্ণ মিশন এবং শিল্পায়নের লোগো থাকে যৌথ ভাবে। যে কোনো শিক্ষার্থীর জীবনে এটি অনেক বড় প্রাপ্তি।”

এক বছরের এই পাঠ্যক্রমের ক্লাস হয় প্রতি রবিবার সকাল থেকে। ছোটো এবং বড়োদের বিভাগ নিয়ে থাকবে দুটি পৃথক ক্লাস। ছোটোদের বয়সসীমা ৯ বছর থেকে ১৪ বছর পর্যন্ত। বড়োদের ১৪ বছরের পর থেকে শুরু করে কোনো ঊর্ধ্বসীমা নেই। ছ’মাসে একটা সেমেস্টারে থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। বছর শেষে ফাইনাল পরীক্ষা। প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয় যৌথ ভাবে শিল্পায়ন নাট্য বিদ্যালয় ও বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালযের পক্ষ থেকে।

চলছে অভিনয় পাঠ্যক্রমের প্র্যাকটিক্যাল ক্লাস।

বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দীপঙ্কর মল্লিক জানালেন, “শিল্পায়ন নাট্য বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠ, এই স্বশাসিত প্রতিষ্ঠান যৌথ ভাবে এই ডিপ্লোমা কোর্স চালু করেছে এবং এর একটা উদ্দেশ্য আছে। সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যদি তাকানো যায়, তা হলে দেখা যাবে নাট্য প্রশিক্ষণ এমন একটি জায়গা যেখানে গিয়ে ছাত্ররা নিজেদের ইচ্ছা অনুসারে জীবন এবং জীবিকার একটি পথান্বেষণ করতে পারে।”

দীপঙ্করবাবু আরও বলেন, শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, যারা ভবিষ্যতে একইসঙ্গে অ্যাকাডেমিক ছত্রছায়ায় আসবে এবং ছাত্রছাত্রীরা অভিনয় শেখার সঙ্গে সঙ্গে এমন কতগুলো বিষয় জানবে ও শিখবে যেগুলো আলাদা ভাবে তাদের পক্ষে আয়ত্ত করা মুশকিল। তাদের এমন ভাবে গ্রুমিং করানো হবে যাতে অভিনয়ের আলো থেকে মিউজিক, ডান্স থেকে কস্টিউম তৈরি, এই সমস্ত বিষয় ভালো করে জানতে পারবে। এমনকি এই প্রশিক্ষণে মার্শাল আর্ট পর্যন্ত শেখানো হয়। শিক্ষার্থীদের পরবর্তী পেশাদার জীবনের জন্য ভালো করে তৈরি করে দেওয়া এই পাঠ্যক্রমের উদ্দেশ্য। এর ফলে গ্রাম তথা মফস্‌সলের ছেলেমেয়েরাও অভিনয়টা ভালো করে শিখে পরবর্তী জীবনে তাকে কাজে লাগাতে পারবে। এই পাঠ্যক্রমের বয়স এখন তিন বছর, আশা করি ভবিষ্যতেও এটা চলতে থাকবে। তবেই এই প্রশিক্ষণ সার্থকতা পাবে।”

আরও পড়ুন

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের...

দিল্লি গাড়ি বিস্ফোরণ: আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল এনআইএ, কাশ্মীরি যুবক গ্রেফতার

খবর অনলাইন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল জাতীয়...

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

আরও পড়ুন

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।