Homeখবরদেশপুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গুণ্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে মৃত ৩, আহত...

পুরীর রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, গুণ্ডিচা মন্দিরের কাছে পদদলিত হয়ে মৃত ৩, আহত অন্তত ১০

প্রকাশিত

পুরী: উৎসবের আনন্দ মুহূর্তে মিশে গেল শোকের ছায়ায়। ওড়িশার পুরীতে রথযাত্রা চলাকালীন ভয়াবহ পদদলনের ঘটনায় মৃত্যু হল অন্তত ৩ জনের। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা।

জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ পুরীর শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ মন্দিরের কাছে এসে দাঁড়ানোর সময় ভক্তদের বিশাল ভিড় জমে। সেই সময়ই হঠাৎ করে ভিড়ের চাপে কয়েকজন পড়ে যান এবং মুহূর্তে শুরু হয় পদদলনের ঘটনা।

মৃতদের নাম প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং প্রেমকান্ত মহান্তি। তিনজনই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। রথযাত্রায় অংশ নিতে তাঁরা পুরীতে এসেছিলেন।

স্থানীয় সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ ও প্রশাসনের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গুণ্ডিচা মন্দিরের সামনে পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল না।

পুরী জেলার কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু আচমকা ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।’’

এই দুর্ঘটনার পরে রথযাত্রা ঘিরে নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে লুটপাটের অভিযোগ ইউটিউবার কানিকার, তদন্তে রেল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।