Homeশরীরস্বাস্থ্যহৃদরোগে আকস্মিক মৃত্যু নিয়ে আতঙ্ক! করোনার টিকাকরণের সঙ্গে কোনও যোগ নেই বলেই...

হৃদরোগে আকস্মিক মৃত্যু নিয়ে আতঙ্ক! করোনার টিকাকরণের সঙ্গে কোনও যোগ নেই বলেই জানাল স্বাস্থ্য মন্ত্রক

প্রকাশিত

সারা দেশে তরুণদের আকস্মিক হৃদরোগে মৃত্যুর ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে করোনার টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এই ধরনের মৃত্যুর হার বেড়েছে বলে অনেকের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু এদিন সেই জল্পনায় কার্যত ইতি টানল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

বুধবার (২ জুলাই) একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, “আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এবং এইমস (AIIMS) দীর্ঘ গবেষণা চালিয়ে নিশ্চিতভাবে জানিয়েছে, করোনার টিকার সঙ্গে আকস্মিক মৃত্যুর কোনও যোগ নেই। ভারতে ব্যবহৃত কোভিড টিকাগুলি সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হৃদরোগে আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে বহু কিছু— জেনেটিক প্রবণতা, জীবনযাত্রার ধরন, পূর্ববর্তী রোগ এবং করোনার পরবর্তী জটিলতা। তাই টিকা নিয়ে ভয় বা সন্দেহের কোনও কারণ নেই।”

সরকারি তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, “যে সমস্ত বক্তব্য টিকা এবং আকস্মিক মৃত্যুর মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সেগুলি বৈজ্ঞানিক সত্যের সঙ্গে মেলে না। বরং এমন তথ্য বিভ্রান্তিকর এবং ভুয়ো।”

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার (৪২) আকস্মিক মৃত্যুর খবর দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। মুম্বইয়ের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বামী পারাগ ত্যাগী তাঁকে দ্রুত অন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে শেফালির মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, আচমকা রক্তচাপ কমে যাওয়ার ফলেই এই মৃত্যু। পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি।

২০২০ সালের পর থেকেই দেশে একের পর এক তরুণ-তরুণীর আকস্মিক হৃদরোগে মৃত্যুর ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। বহু ক্ষেত্রে সন্দেহের তীর ছিল করোনার টিকার দিকেই। কিন্তু এবার সরকারি স্তর থেকে স্পষ্ট বার্তা— টিকার সঙ্গে এসব ঘটনার কোনও বৈজ্ঞানিক সংযোগ নেই।

আরও পড়ুন: বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় ১০০ জনের মৃত্যু একাকীত্বে, হু-র চাঞ্চল্যকর রিপোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।