Homeখবরবিদেশনিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত ইয়েমেনে, কূটনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপে মিলল অস্থায়ী স্বস্তি

নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত ইয়েমেনে, কূটনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপে মিলল অস্থায়ী স্বস্তি

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন। ভারত সরকারের কূটনৈতিক ও ধর্মীয় উদ্যোগে সাময়িক স্বস্তি। আলোচনায় আশার আলো।

প্রকাশিত

কেরলের নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখল ইয়েমেন প্রশাসন। মঙ্গলবার এই খবর জানিয়েছে সরকারি সূত্রে সংবাদ সংস্থা ANI। মঙ্গলবার অর্থাৎ ১৬ জুলাই ২০২৫ তারিখে নিমিষার ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের টানা কূটনৈতিক প্রচেষ্টা এবং কিছু প্রভাবশালী ধর্মীয় নেতার হস্তক্ষেপে শেষমেশ মিলল সাময়িক স্বস্তি।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০১৭ সালে ইয়েমেনের নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিমিষা। ২০২০ সালে আদালতের রায় ঘোষণার পর ২০২৩ সালে চূড়ান্ত আপিলও খারিজ হয়ে যায়। এরপর থেকে ভারত সরকার নিয়মিত ইয়েমেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইয়েমেনের ধামারে তালাল মাহদির পরিবারের সঙ্গে আলোচনায় বসেছেন সুফি নেতা শেখ হাবিব উমর বিন হাফিজের প্রতিনিধিরা। ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত রয়েছেন ভারতের প্রখ্যাত সুন্নি ধর্মগুরু কান্থাপুরম এ পি আবুবকর মুসালিয়ার ওরফে শেখ আবুবকর আহমদের অনুগামীরা।

সূত্র জানাচ্ছে, মাহদি পরিবারের পক্ষ থেকে আলোচনায় যোগ দিয়েছেন হোদেইদা স্টেট কোর্টের মুখ্য বিচারপতি, যিনি ইয়েমেনের শূরা কাউন্সিলের সদস্যও বটে। তিনি শেখ হাবিব উমরের অনুরোধে ধামারে বৈঠকে এসেছেন।

কান্থাপুরমের দফতর সূত্রে জানানো হয়েছে, “ওই প্রতিনিধি নিজেও শেখ হাবিব উমরের সুফি তরিকার অনুসারী এবং এক প্রখ্যাত সুফি নেতার সন্তান। এই পটভূমিতেই মাহদি পরিবারকে রফাসূত্রে রাজি করানোর আশা তৈরি হয়েছে। তিনিই অ্যাটর্নি জেনারেল-এর সঙ্গেও দেখা করবেন যাতে দ্রুত মৃত্যুদণ্ড স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করা যায়।”

ভারত সরকার সূত্রের মতে, এ পর্যন্ত সমস্ত আইনি ও কূটনৈতিক সীমারেখা মেনেই পদক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের সঙ্গে ভারতীয় দূতাবাস না থাকলেও স্থানীয় জেল কর্তৃপক্ষ ও প্রসিকিউটরের অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে, যার ফলেই এ দিন ফাঁসি স্থগিত রাখা সম্ভব হয়েছে।

এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্লাড মানি অর্থাৎ অর্থের বিনিময়ে প্রাণদণ্ড মকুবের সম্ভাবনা। নিমিষা প্রিয়ার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তাব এসেছে ১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৬ কোটি টাকা) মিটিয়ে মৃত্যুদণ্ড বাতিলের। তবে এখনও পর্যন্ত মাহদি পরিবার সেই প্রস্তাবে সম্মত হয়নি।

সূত্রের বক্তব্য, “পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর ও জটিল। ধর্মীয় নেতাদের মাধ্যমে মধ্যস্থতার প্রয়াসই এখন একমাত্র ভরসা।”

আগামী ১৮ জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে পরবর্তী শুনানি। তার আগে নিমিষা প্রিয়াকে বাঁচাতে আরও কিছুটা সময় পেল পরিবার ও ভারত সরকার।

আরও পড়ুন: ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের ‘কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ’, ভরসা শুধু ‘ব্লাড মানি’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘অবসরে’ গোড়ার কথা তুলে ধরে আহিরীটোলা যুবকবৃন্দে ‘রোশনাই’ ছড়াতে প্রস্তুত শিল্পী বিমল সামন্ত

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।