Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন...

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ

প্রকাশিত

ভারত: ২৬৪-৪ (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, বেন স্টোকস ২-৪৭)

ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): চতুর্থ টেস্টের শুরুটা খুব খারাপ করেনি ভারত। সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের ব্যটিং-এর সুবাদে দিনের শেষে ভারত করেছে ৪ উইকেটে ২৬৪ রান। এঁদের মধ্যে সুদর্শন ও যশস্বী তাঁদের অর্ধশত রান পূর্ণ করেন। আর রাহুল মাত্র ৪ রানের জন্য অর্ধশত রান মিস করেন।

ভালো ব্যাট করছিলেন ঋষভ পন্থও। বেশ মারকুটে ব্যাটিং। কাউকে রেওয়াত করছিলেন না। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় দিনে ঋষভ যদি মাঠে নামতে পারেন তা হলে ভারত একটা বড়ো স্কোর আশা করতে পারেন।

টানা চার টেস্টে টসে হার শুভমনের

এ বারের ট্যুরে ভারতের টস ভাগ্য খুবই খারাপ। চারটি টেস্টেই টস হারলেন শুভমন গিল। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড মাঠেও টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বেন স্টোকস।

ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দক্ষ হাতে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করে ধীরেসুস্থে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ওঠে ২৬ ওভারে ৭৮। রাহুল ব্যাট করছিলেন ৪০ রানে এবং যশস্বী ৩৬ রানে। বিরতির পর ফের খেলা শুরু হয়। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ফিরে যান রাহুল। অর্ধশত থেকে ৪ রান দূরে তাঁর ইনিংস থেমে যায়। ক্রিস ওকসের বলে জ্যাক ক্রলিকে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। দলের রান তখন ৯৪। যশস্বীর সঙ্গী হন সাই সুদর্শন।

৫০ করলেন যশস্বী। ছবি থেকে BCCI ‘X’ নেওয়া।

দিনের ৩৫তম ওভারের প্রথম বলে ব্রাইডেন কার্সের বল পয়েন্টে পাঠিয়ে ১ রান নিয়ে নিজের ৫০ রান পূর্ণ করেন যশস্বী। কিন্তু বেশি দূর এগোতে পারলেন না তিনি। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় ফিরে গেলেন যশস্বী। আট বছর পরে টেস্ট খেলতে নামা স্পিনার লিয়াম ডসনের শিকার হলেন তিনি। দলের রান তখন ১২০। এর পর মাত্র ২০ রান যোগ হতে বিদায় নিলেন অধিনায়ক শুভমন গিল। লর্ডস টেস্টের মতো এই টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হলেন শুভমন। বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১২ রান করে ফিরে গেলেন তিনি।

সুদর্শনের সঙ্গী হলেন ঋষভ পন্থ। খেলার গতিও বাড়ল। ঝড় তুললেন ঋষভ। কিন্তু দুর্ভাগ্য তাঁর। ক্রিস ওকসের ইয়র্কার বল সুইপ করতে গিয়ে গোড়ালি মচকে গেল তাঁর। আহত হয়ে অবসর নিলেন। দলের রান তখন ২১২, ঋষভের ৩৭। নামলেন রবীন্দ্র জাদেজা। পরের ওভারেই জো রুটের বলে চার মেরে সুদর্শনও তাঁর ৫০ পূর্ণ করলেন। কিন্তু তিনিও বেশি দূর এগোতে পারলেন না। নিজস্ব ৬১ রানের মাথায় ফিরে গেলেন তিনি, স্টোকসের বলে কার্সকে ক্যাচ দিয়ে। জাদেজার সঙ্গী এখন শার্দূল ঠাকুর। দু’জনেই নট আউট রয়েছেন ১৯ রান করে।

ভারতীয় দলে তিন বদল           

চতুর্থ টেস্টের দলে তিনটি পরিবর্তন করেছে ভারত। চোট-আঘাতের জন্য খেলছেন না বাংলার জোরে বোলার আকাশ দীপ। তাঁর জায়গায় অভিষেক হল হরিয়ানার জোরে বোলার অংশুল কম্বোজের। একই কারণে এই টেস্টে অনুপস্থিত অল রাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তাঁর জায়গায় দলে এসেছেন শার্দূল ঠাকুর। আর দলে ফিরিয়ে আনা হল সাই সুদর্শনকে। তিনি এলেন করুণ নায়ারের জায়গায়। ইংল্যান্ড দলে একটাই পরিবর্তন হয়েছে। আট বছর পর টেস্ট খেলতে নামলেন স্পিনার লিয়াম ডসন। তিনি এলেন শোয়েব বশিরের জায়গায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...