ভারত: (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, ঋষভ পন্থ ৫৪, বেন স্টোকস ৫-৭২, জোফ্রা আর্চার ৩-৭৩)
ইংল্যান্ড: ৫৪৪-৭ (জো রুট ১৫০, বেন ডাকেট ৯৪, জাক ক্রলি ৮৪, বেন স্টোকস ৭৭ নট আউট, ওলি পোপ ৭১, ওয়াশিংটন সুন্দর ২-৫৭, রবীন্দ্র জাদেজা ২-১১৭)
ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): ওল্ড ট্র্যাফোর্ড মাঠে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানের অধিকারী হলেন জো রুট। তাঁর সামনে আর রইলেন সচিন তেন্ডুলকর। শুক্রবার টেস্ট ক্রিকেটে তাঁর ৩৮তম সেঞ্চুরিটি করেন রুট। রুটের ১৫০ রান এবং তারই সঙ্গে বেন ডাকেট, জাক ক্রলি, বেন স্টোকস এবং ওলি পোপের ১০০-র কাছাকাছি রান প্রমাণ করে দিল এই টেস্টে ভারতের ওপর কতটা আধিপত্য নিয়ে খেলছে ইংল্যান্ড। এঁদের মধ্যে অধিনায়ক ৭৭ রান করে অপরাজিত আছেন।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড করেছে ৭ উইকেটে ৫৪৪ রান। হাতে ৩ উইকেট নিয়ে তারা ইতিমধ্যেই ১৮৬ রানে এগিয়ে গিয়েছে। তৃতীয় দিনে তারা যোগ করল ৩১৯ রান। এতেই প্রমাণিত কতটা নিরামিষ ছিল ভারতীয় আক্রমণ। পরাজয়ের ভ্রূকুটি ভারতের সামনে। উইকেট ক্রমশ ভাঙছে। ইংল্যান্ড ইনিংসে জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানের অধিকারী হলেন জো রুট। ছবি England Cricket ‘X’থেকে নেওয়া।
ন্যূনতম বেগ দিতে ব্যর্থ ভারতের বোলাররা
২ উইকেটে ২২৫ রান হাতে নিয়ে শুক্রবার ব্যাট করতে নামেন ওলি পোপ এবং জো রুট। স্বচ্ছন্দে খেলে যেতে থাকেন তাঁরা। ভারতের কোনো বোলারই তাঁদের বেগ দিতে পারেননি। ইতিমধ্যে তাঁরা তাঁদের অর্ধশত রান পূর্ণ করেন। প্রথমে ৫০ করেন পোপ। ইনিংসের ৬৪তম ওভারে রবীন্দ্র জাদেজার বল মিড অফে ঠেলে এক রান নেন পোপ। তাঁর রান হয় ৪৯ থেকে ৫০। এর পর রুটের পালা। পাঁচ ওভার পরেই রুটের ৫০। ইনিংসের ৬৯তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বল পয়েন্টের পিছনে পাঠিয়ে ৫০ করেন রুট। মধ্যাহ্নভোজনের বিরতিতে পোপ ও রুট দলের রান নিয়ে যান ৩৩২-এ। ২৮ ওভারে দু’জনে যোগ করেন ১০৭ রান। রান ওঠার গতিই বুঝিয়ে দেয় ওই দুই ব্যাটার বুমরাহদের বিরুদ্ধে কতটা স্বচ্ছন্দে খেলছিলেন।
কিন্তু দুর্ভাগ্য পোপের। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলতে নামার কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। তাঁকে তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ব্যক্তিগত ৭১ রানের মাথায় সুন্দরের অফস্টাম্পের বাইরের বলে স্লিপ ফিল্ডার কে এল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন পোপ। রুটের সঙ্গী হলেন হ্যারি ব্রুক। কিন্তু মাত্র ১২টা বল খেলে ফিরে গেলেন তিনিও। দলের ৩৪৯ রানের মাথায় সেই সুন্দরকেই উইকেট দিলেন তিনি। তাঁর সংগ্রহ মাত্র ৩ রান। তাঁর ক্যাচ নিলেন পরিবর্ত উইকেটকিপার ধ্রুব জুরেল। রুটের সঙ্গী হলেন অধিনায়ক বেন স্টোকস।

ভারতের সান্ত্বনা। সিরাজ আউট করলেন ক্রিস ওকসকে। সপ্তম উইকেট পরপ্ল ইংল্যান্ডের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
১৫০ ছুঁয়ে আউট রুট
মধ্যাহ্নভোজের বিরতির ঠিক পরেই পর পর দুটি উইকেট পড়ে যাওয়ায় রান ওঠার গতি কিছুটা কমে যায় ইংল্যান্ডের। অবশেষে সেঞ্চুরি করেন জো রুট। ইনিংসের ৯৬তম ওভারের প্রথম বলে অনশুল কম্বোজকে সীমানার বাইরে পাঠিয়ে নিজের শতরান পূর্ণ করেন রুট।
চা-বিরতির পর রুট আর স্টোকস খেলার গতি বাড়ান। পঞ্চম উইকেটে অবিচ্ছেদ্য থেকে তাঁরা যোগ করেন ১৪২ রান। দলের রান যখন ৪৯১, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অবসর নেন স্টোকস। তিনি ৭৭ রানে ব্যাট করছিলেন। এর পর রুটের সঙ্গী হন উইকেটকিপার জেমি স্মিথ। ইনিংসের ১১৯তম ওভারে ওয়াশিংটন সুন্দরের প্রথম বল কভারে ঠেলে দিয়ে ১৫০-এ পৌঁছে যান রুট। কিন্তু পরের ওভারেই রুট ফিরে যান প্যাভিলিয়নে। তিনি রবীন্দ্র জাদেজার শিকার হন। ধরা পড়েন পরিবর্ত উইকেটকিপার ধ্রুব জুরেলের হাতে। রুট চলে যাওয়ার পর আরও ২টি উইকেট পড়ে। ফিরে যান জেমি স্মিথ (৯ রান) এবং ক্রিস ওকস (৪ রান)। তাঁরা বুমরাহ এবং সিরাজের শিকার হন। ক্রিজে আছেন লিয়াম ডসন, ২১ রানে অপরাজিত।
আরও পড়ুন
ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ