Homeখবররাজ্যস্বাধীনতা দিবসের আগেই পূর্ব ভারতের প্রথম এসি লোকাল! শিয়ালদহ-রানাঘাট রুটে ১০ অগস্ট...

স্বাধীনতা দিবসের আগেই পূর্ব ভারতের প্রথম এসি লোকাল! শিয়ালদহ-রানাঘাট রুটে ১০ অগস্ট উদ্বোধন

শিয়ালদহ-রানাঘাট রুটে আসছে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। ১০ অগস্ট উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। থাকছে আধুনিক প্রযুক্তি ও স্বাচ্ছন্দ্যের একগুচ্ছ ফিচার।

প্রকাশিত

স্বাধীনতা দিবসের আগেই সাধারণ যাত্রীদের জন্য এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে রেলের পরিষেবায়। পূর্ব ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট শাখায়। রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অগস্ট এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারশান্তনু ঠাকুর

এই নতুন এসি লোকাল ট্রেনের প্রতিটি কোচই তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে, যাতে নিরাপত্তা ও স্থায়িত্ব— দুই ক্ষেত্রেই উন্নত মান বজায় থাকে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটিতে রাখা হয়েছে ডবল সিল করা কাচের জানালা, যার মাধ্যমে বাইরের দৃশ্য দেখা যাবে, কিন্তু তাপ ও শব্দ ঢুকবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ট্রেনটির প্রতিটি দরজাই থাকবে অটোমেটিক স্লাইডিং এবং নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভারের হাতে। এতে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই যাত্রী ওঠা-নামার ক্ষেত্রে থাকবে বেশি স্বাচ্ছন্দ্য।

আরও একটি চমকপ্রদ বৈশিষ্ট হল, প্রতিটি কোচের মধ্যে সংযুক্ত থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে, যা সাধারণত দূরপাল্লার ট্রেনে দেখা যায়। এর ফলে যাত্রীরা চলন্ত ট্রেনেই এক কোচ থেকে অন্য কোচে অনায়াসেই যেতে পারবেন।

প্রাথমিকভাবে এই ট্রেনটি থাকবে ১২টি কোচ নিয়ে। অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই এসি ট্রেনে জায়গাও থাকবে অনেক বেশি। দাঁড়িয়ে থাকার জায়গা যেমন বেশি, তেমনই বাতাস চলাচলের ক্ষেত্রেও থাকবে আরামদায়ক ব্যবস্থা।

যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রুটে আরামদায়ক, নিরাপদ ও আধুনিক ট্রেন চালুর। সেই দাবিই এবার বাস্তব হতে চলেছে ১০ অগস্ট থেকে। পূর্ব ভারত তথা বাংলার ট্রেন পরিষেবার ইতিহাসে এটি হতে চলেছে এক নতুন মাইলফলক।

আরও যে খবরগুলো পড়তে পারেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।