Homeখেলাধুলোফুটবলডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৫: অভিষেকেই নায়ক হামিদ আহদাদ, শেষ আটে ইস্টবেঙ্গল

প্রকাশিত

এমামি ইস্টবেঙ্গল এফসি: ১ (হামিদ আহদাদ) নামধারী এফসি: ০

কলকাতা: ম্যাচের ৬১ মিনিট খেলা হয়ে গিয়েছে। তখনও কোনো দলই গোল করতে পারেনি। তখনই মোক্ষম চালটি দিলেন এমামি ইস্টবেঙ্গল এফসি-র কোচ অস্কার ব্রুজো। ছন্দে না-থাকা দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে তুলে নিয়ে নামালেন হামিদ আহদাদকে। এটিই ছিল ইস্টবেঙ্গলের হয়ে হামিদের প্রথম ম্যাচ। মরক্কো ও মিশরের বেশ কিছু ক্লাবে খেলা হামিদই কাঙ্ক্ষিত কাজটি সারলেন। ৭ মিনিটের মধ্যেই করলেন ম্যাচের একমাত্র গোল। সেই গোলেই ইস্টবেঙ্গল উঠে গেল এ বারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে।

লিগে স্টেজে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ ‘এ’ থেকে শেষ আটে চলে গেল ইস্টবেঙ্গল। এই গ্রুপে নামধারী এফসি ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গলের এখন ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট। গ্রুপ লিগে ইস্টবেঙ্গলের শেষ খেলা ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে। সেই ম্যাচে হেরে গেলেও শেষ আটে চলে যাবে লাল-হলুদ বাহিনী। কারণ, তখন নামধারীর সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেলেও মুখোমুখি সাক্ষাতে নামধারীকে হারানোটাই এগিয়ে রাখবে ইস্টবেঙ্গলকে।

durand eb vs nam 2 07.08

ম্যাচের একটি মুহূর্ত।

বুধবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে গত আইপিএল-এ ১২ দলের মধ্যে সপ্তম স্থানে থাকা নামধারীর এ দিন লক্ষ্যই ছিল, যে করে হোক মশালবাহিনীকে আটকানো। সেই কাজে তারা সফলও হয়েছিল প্রায়। কিন্তু শেষ পর্যন্ত কেল্লাফতে করল ইস্টবেঙ্গল পরিবর্ত খেলোয়াড় হামিদের মাধ্যমে।

ম্যাচের ৬৮ মিনিটে মিগুয়েল ফিগুয়েরার কর্নার কিকে মাথা ছুঁইয়ে নামধারীর জালে বল জড়িয়ে দিলেন হামিদ। এ ক্ষেত্রে নামধারীর গোলকিপার দায় এড়াতে পারেন না। বলের ফ্লাইট মিস করেছিলেন। বক্সে ছিলেন হামিদ। গোল করতে কোনো ভুলচুক করেননি। তাতেই ম্যাচের ফয়সালা হল।

durand eb vs nam 1 07.08

বাংলা ভাষা নিয়ে উত্তাপ যুবভারতীতেও       

বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক উত্তাপ যে ভালোই ছড়াচ্ছে তার প্রমাণ বুধবার পাওয়া গেল ডুরান্ড কাপের ম্যাচে। যুবভারতীর গ্যালারির একটা জায়গায় ইস্টবেঙ্গল সমর্থকরা বসেছিলেন ব্যানার নিয়ে। তাতে লেখা ছিল, ‘‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি, মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি?’’

ছবি: সঞ্জয় হাজরা

আরও পড়ুন

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ডুরান্ড কাপ ২০২৫: কোলাসোর জোড়া গোল, বিএসএফ-কে হারিয়ে পর পর জয় পেল মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।