দৃষ্টিহীনদের চোখে ফের আলো আনতে নতুন আশার আলো জ্বালাল আইআইটি ধানবাদের গবেষকরা। স্মার্টগ্লাসের জন্য বিশেষভাবে তৈরি হলো দেশীয় চিপ APEC 1। ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীব কুমার রঞ্জনের নেতৃত্বে এই সাফল্য এসেছে।
এই চিপ সম্পূর্ণভাবে ভারতে তৈরি, যা প্রযুক্তি ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি। এর আগে ধানবাদের গবেষকরা চিপ ডিজাইন করেছিলেন, তবে সেটির নির্মাণ হয়েছিল বিদেশে। কিন্তু এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি হলো APEC 1 ইন্টিগ্রেটেড সার্কিট।
কীভাবে সাহায্য করবে এই চিপ
গবেষকদের দাবি, দৃষ্টিহীনদের জন্য তৈরি স্মার্টগ্লাসে ব্যবহার করা যাবে এই চিপ। এর ফলে চোখের দৃষ্টি না থাকলেও আশপাশের পরিবেশ সম্পর্কে সহজে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ডেটা স্টোরেজ, লো পাওয়ার ও হাই ফ্রিকোয়েন্সি গ্যাজেটের ক্ষেত্রেও APEC 1 কার্যকরী হবে।
প্রকল্পের সূচনা ও অনুদান
২০২৩ সালে শুরু হয়েছিল চিপ তৈরির কাজ। কেন্দ্রীয় ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই গবেষণার জন্য দিয়েছে ১.১২ কোটি টাকা অনুদান।
অধ্যাপক রাজীব কুমার রঞ্জন জানান, “এই চিপ দৃষ্টিহীনদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে ভারতের সক্ষমতা তুলে ধরবে।”
বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে এই সাফল্য শুধু আত্মনির্ভরতার দিকেই নয়, বরং মানবকল্যাণে প্রযুক্তির ব্যবহার কতটা ফলপ্রসূ হতে পারে তারও উদাহরণ।
আরও পড়ুন: ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi