Homeখবরকলকাতাবেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

বেহালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপদ

নেতাজিনগরের মৃত্যুর কয়েক দিনের মাথায় বেহালায় ফের একই চিত্র। বিদ্যুতের ত্রুটি ও শহরের জলাবদ্ধতা মিলে কলকাতার নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার। একের পর এক মৃত্যুর ঘটনায় এবারও কাঠগড়ায় সিইএসসি এবং নগর পরিকল্পনার খামতি।

প্রকাশিত

কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল। শনিবার সকালে বেহালা-সরশুনা এলাকায় দোকানের শাটার খোলার সময় প্রাণ হারালেন ৬৬ বছরের শ্রাবন্তী দেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের সামনে জমা জলে দাঁড়িয়ে তিনি শাটার তোলার চেষ্টা করছিলেন। সেই সময় হঠাৎই শাটারে বিদ্যুতের প্রবাহ লাগে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিইএসসি-র দাবি, দোকানের ছাদের টিন শেডে লাগানো একটি আলোর তার সঠিকভাবে বসানো ছিল না। সেই বিদ্যুৎবাহী তারের সংযোগ থেকেই শাটারে কারেন্ট ছড়ায়। আর জমা জলের মধ্যে দাঁড়িয়ে থাকায় বিদ্যুতের প্রবাহ আরও দ্রুত হয়।

এই ঘটনার কয়েক দিন আগে প্রবল বর্ষণে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে মৃত্যুর ঘটনা ঘটেছিল। নেতাজিনগরে জমা জলে দাঁড়িয়ে রাস্তার লাইটপোস্টে হাত দেওয়ায় এক ফলবিক্রেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই ঘটনায় প্রাণ হারায় একটি কুকুরও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য শহরবাসীকে শিউরে তুলেছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবারের বৃষ্টির পর বেহালার বেশ কয়েকটি রাস্তায় এখনও জল জমে রয়েছে। প্রতিদিন সেই জলের উপর দিয়েই যাতায়াত ও দৈনন্দিন কাজ করতে হচ্ছে মানুষকে। শনিবারও শ্রাবন্তী দেবী জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে দোকান খোলার চেষ্টা করছিলেন। যদিও সরাসরি জলে বিদ্যুতের সংস্পর্শ ছিল না, কিন্তু শাটারের ত্রুটিপূর্ণ সংযোগই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি বাসিন্দাদের।

এক সপ্তাহের মধ্যেই জলাবদ্ধতা ও বিদ্যুতের খামতির কারণে একাধিক মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের নাগরিক নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েই।

আরও পড়ুন: পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোয় নারীদের নিরাপত্তায় ‘সুরক্ষা দ্বার’, অভিনব উদ্যোগ এভাররেডির

দক্ষিণ কলকাতার শিবমন্দির, বাবুবাগান ও বেহালা ক্লাবের মতো নামী পুজোয় নারীদের জন্য চালু হল বিশেষ ‘শুরক্ষা দ্বার’। এভাররেডির এই উদ্যোগে নিরাপদে প্রতিমা দর্শন করবেন নারী, শিশু ও প্রবীণরা।

ঠাকুর দেখতে বেরিয়েছেন? মণ্ডপে ভিড়ের মাঝে পার্কিং, মেট্রো, এটিএম—সব তথ্য এ বার হাতের মুঠোয়

দুর্গাপুজো ঘিরে ভিড় সামলাতে রাজ্য পুলিশ চালু করল ‘সবার পুজো’ অ্যাপ আর কলকাতা পুলিশ চালু করল ‘পুজো বন্ধু’ অ্যাপ। কোথায় মণ্ডপ, রুট, পার্কিং, জরুরি নম্বর—সবই জানা যাবে এক ক্লিকে।

পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেফতার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিলে গ্রেফতার হন সোনম ওয়াংচুক। পুলিশের অভিযোগ, পাকিস্তান যোগ ও উস্কানির কারণে পরিস্থিতি অশান্ত হয়েছে।

মোদীর হাত ধরে উদ্বোধন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক, ডিজিটাল ইন্ডিয়া পথে বড় পদক্ষেপ

ভারতের টেলিকম পরিকাঠামোয় ঐতিহাসিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন BSNL-এর ‘স্বদেশি’ 4G স্ট্যাক ও প্রায় ৯৭,৫০০ টাওয়ার। গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সংযোগ পাবে ২৬,৭০০ গ্রাম।

আরও পড়ুন

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

পুজোর মুখে সুখবর, সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, বৈধতা বাড়ল ১০ বছর

পুজোর আগে বড় ঘোষণা কলকাতা মেট্রোর। সস্তা হচ্ছে স্মার্ট কার্ড, বৈধতা এক বছরের বদলে হবে ১০ বছর। জেনে নিন নতুন নিয়ম।

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

বড় বাজেটের ঝলমলে পুজোর মাঝেও অনন্য উদ্যোগ। কলকাতার এক স্কুলের বাচ্চাদের দুর্গাপুজোয় এভারেডির তৈরি ব্যাটারিচালিত ‘আল্টিমা বাহন’।