Homeশিক্ষা ও কেরিয়ারচিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের...

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

প্রকাশিত

ভারতের প্রথম আইআইটি খড়গপুর এবার চিকিৎসা শিক্ষার জগতে বড় পদক্ষেপ করতে চলেছে। এনএমসি (National Medical Council)-র অনুমোদন পেলেই শুরু হবে পোস্টগ্র্যাজুয়েট স্তরের এমডি (Doctor of Medicine) কোর্স। এটি হবে আইআইটি খড়গপুরের প্রথম আনুষ্ঠানিক চিকিৎসা শিক্ষা কর্মসূচি, যা ভবিষ্যতে এমবিবিএস কোর্সের পথও খুলে দিতে পারে।

সূত্র অনুযায়ী, প্রথম দফায় ২০টি আসন রাখা হবে এই এমডি কোর্সের জন্য। পড়াবেন আইআইটি খড়গপুরে সম্প্রতি নিযুক্ত অভিজ্ঞ চিকিৎসকরা। ক্লাস হবে ড. বিসি রায় মেডিক্যাল কলেজে, যা বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ড. বিধানচন্দ্র রায়ের নামে প্রতিষ্ঠিত। তিনিই এই জমি দান করেছিলেন ভারতের প্রথম আইআইটি গঠনের জন্য।

এমডি পড়ুয়াদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এ।  এটি খড়গপুর ক্যাম্পাসের বাইরে বলারামপুরে অবস্থিত। ১৮ একর জমিতে তৈরি এই সুপার স্পেশালিটি হাসপাতালটি শুধু আইআইটি জন্য নয়, আশপাশের জনসাধারণের স্বাস্থ্যসেবার জন্যও এক নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

বিসি রায় মেডিক্যাল কলেজ

চিকিৎসা শিক্ষার এই যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে, যখন প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালাম ড. বিসি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তখন লক্ষ্য ছিল একটি এমবিবিএস কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা।

চিকিৎসা শিক্ষার পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে ২০২১ সালে প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হয়।  ড. বিসি রায় মেডিক্যাল কলেজ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল-এ। যদিও প্রাথমিকভাবে পরিকল্পিত ১০০ আসনের এমবিবিএস কোর্স এখন স্থগিত, আইআইটি খড়গপুর ধীরে ধীরে চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে।

সম্প্রতি হাসপাতালটির নতুন অপারেশন থিয়েটারে প্রথম সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন সিনিয়র সার্জন ড. আর. কে. বেহেরা। হাসপাতালটি ধীরে ধীরে ২২০ বেডের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, যেখানে আইআইটির ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী এবং স্থানীয় মানুষ সকলেই উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

এখন আইআইটি খড়গপুর অপেক্ষায় আছে এনএমসি-র অনুমোদনের। অনুমোদন মিললেই শুরু হবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের চিকিৎসা শিক্ষার নতুন অধ্যায়।

এই উদ্যোগটি শুধু আইআইটি খড়গপুরের ইতিহাসেই নয়, ভারতের চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণাকে একত্রিত করে এক নতুন যুগের সূচনা করতে চলেছে এই প্রতিষ্ঠান।

আরও পড়ুন: মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুরে মেডিক্যাল কাণ্ডে , গ্রেফতার ৩ — সহপাঠীও জড়িত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে সহপাঠীও রয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দুই রাজ্য।

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

আরও পড়ুন

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।

রাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPDCL) ৮৩টি শূন্যপদে নিয়োগ। অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার পদে আবেদন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে ৫৮টি শূন্যপদে নিয়োগ হবে। স্নাতক ও এমবিএ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ৯ অক্টোবরের মধ্যে। জেনে নিন যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।