Homeরাজ্যউঃ ২৪ পরগনাSIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

প্রকাশিত

উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহননের পথ বেছে এর পৌঢ়। মঙ্গলবার সকালে মহাজাতি নগর এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল প্রৌঢ় প্রদীপ করের দেহ। মৃতের ঘর থেকে উদ্ধার হয় একটি ডায়েরি, যেখানে  লেখা— ‘আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী।’ এই বাক্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স ৫৭। দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপে ছিলেন তিনি। পরিবারের দাবি, এসআইআর ঘোষণার পরই প্রবল উদ্বেগে ছিলেন প্রদীপবাবু। সোমবার রাতে স্বাভাবিক মতোই খাওয়া-দাওয়া শেষে ঘরে যান, কিন্তু সকালে পরিবারের কেউ দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায়, ঝুলন্ত অবস্থায় রয়েছেন প্রদীপ কর।

ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর। তিনি জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।”

ঘটনার পরেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “বিজেপির বিভাজনের রাজনীতি এই মৃত্যুর জন্য দায়ী। বাংলা কখনও এনআরসি অনুমোদন করবে না। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, এই নির্মম খেলা বন্ধ করুক।”

মুখ্যমন্ত্রী আরও লেখেন, “৫৭ বছর বয়সি প্রদীপ করের আত্মহত্যা প্রমাণ করে, বিজেপি কিভাবে ভয়ের রাজনীতি চালাচ্ছে। মানুষকে ‘বিদেশি’ হওয়ার আতঙ্কে ঠেলে দিচ্ছে। বাংলা কখনও এই অপপ্রচারকে মানবে না।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের নামে এফআইআর হওয়া উচিত। প্রদীপের মৃত্যুর বদলা ভোটের মাধ্যমে নেওয়া হবে।”

এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যার বদলে আইনের পথে তদন্ত চেয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দেশের কোথাও এনআরসি প্রক্রিয়া চলছে না, তা সত্ত্বে এর উল্লেখ করে মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

স্থানীয়দের মতে, প্রদীপ করের মৃত্যু কেবল এক ব্যক্তির নয়, বরং এনআরসি-র আশঙ্কায় সাধারণ মানুষের আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে এই ঘটনা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যাবেলায় বারাসতের একটি কারখানায় ভয়াবহ আগুন। একাধিক বিস্ফোরণে আতঙ্ক, প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থা। দমকলের ১৮টি ইঞ্জিন কাজ করছে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।