Homeবিনোদন৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

প্রকাশিত

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এবারের উদ্বোধনী ছবিতে থাকছে বাঙালি দর্শকের প্রিয় কালজয়ী ক্লাসিক ‘সপ্তপদী’— উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত এই ছবিই খুলে দেবে উৎসবের পর্দা।

নন্দন চত্বরে ইতিমধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। সজ্জিত হচ্ছে প্রেক্ষাগৃহ ও রাস্তা জুড়ে উৎসবের ব্যানার-পোস্টার। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র জগতের তারকারা এবং বিদেশি অতিথিরাও।

চলতি বছর উৎসবে ৭৫টিরও বেশি দেশ থেকে ২০০-র বেশি ছবি প্রদর্শিত হবে। থাকছে বাংলা, ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমার বিশেষ বিভাগ। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে “Tribute Section” যেখানে স্মরণ করা হবে প্রয়াত পরিচালক ও অভিনেতাদের।

ছবি: রাজীব বসু

 উৎসবের বিশেষ দিকসমূহ:

  • উদ্বোধনী সিনেমা: সপ্তপদী
  • উদ্বোধন: ৬ নভেম্বর, বিকেল ৫টা, ধনধান্য স্টেডিয়াম
  • অংশগ্রহণকারী দেশ: ৩৯
  • নির্বাচিত সিনেমা: ২১৫ (পূর্ণদৈর্ঘ্য ১৮৫, স্বল্পদৈর্ঘ্য ৩০)
  • জমা পড়া সিনেমা: ১,৮২৭
  • প্রদর্শিত ভাষা: ১৮টি ভারতীয় ভাষা (কোঙ্কনি, সাঁওতালি, তুলু, বোরো সহ)
  • ফোকাস কান্ট্রি: পোল্যান্ড
  • ট্যাগলাইন: ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এক আধিকারিক জানান, “এই বছর KIFF-এ বাংলার সিনেমাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘সপ্তপদী’ দিয়ে শুরু করাটা সেই ঐতিহ্যেরই প্রতীক।”

প্রতি বছরের মতোই এবারও শহরজুড়ে সিনেমাপ্রেমীদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। টিকিট ও পাস বিক্রিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।