ঢাকা থেকে আল আমিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রস্তুতি জোরদার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন ২৩৭ আসনে বিএনপির একক প্রার্থী তালিকা।
বিকেল সাড়ে ১২টা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয় দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টানা সাড়ে তিন ঘণ্টার আলোচনার পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারের নির্বাচনে তিনটি আসন— দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ থেকে লড়বেন। অন্যদিকে, তাঁর পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে নেমেছি। বিএনপি একটি গণতান্ত্রিক ও নির্বাচনী শক্তি হিসেবে জনগণের আস্থা ফিরে পেতে কাজ করছে।”
বিএনপি সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে জোটভিত্তিক সমন্বয়ের সম্ভাবনা থাকায় কয়েকটি নাম এখনো ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের দাবি, এবার বিএনপি একটি “সংগঠিত ও ঐক্যবদ্ধ রূপে” ভোটযুদ্ধে নামছে।
উল্লেখযোগ্যভাবে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকলেও প্রতীকীভাবে তাঁর তিনটি আসনে প্রার্থিতা দলের রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, তারেক রহমানের প্রার্থী হওয়া বিএনপির আগামী প্রজন্মের নেতৃত্বের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে।রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তাপ আরও এক ধাপ বেড়ে গেল।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

