Homeরাজ্যদঃ ২৪ পরগনাবাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

প্রকাশিত

আগামী ১১ ও ১২ ডিসেম্বর পর্যটকদের জন্য বন্ধ থাকছে সুন্দরবনের জলপথে ভ্রমণ। ওই দু’দিন কোনও বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। সুন্দরবন টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে, বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। তাই ওই সময় পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণের জন্য শুমারি চালানো হয়। জঙ্গলের বিভিন্ন অঞ্চলে ট্র্যাপ ক্যামেরা বসানো, বাঘের পায়ের ছাপ সংগ্রহ এবং অন্যান্য প্রাকৃতিক চিহ্ন বিশ্লেষণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। এ বছর শুমারির প্রথম পর্যায় শুরু হচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

কর্তৃপক্ষের মতে, পর্যটকদের যাতায়াত এবং বোটের শব্দদূষণ বাঘশুমারির প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ওই দুই দিন জঙ্গল পর্যটকবিহীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইগার রিজ়ার্ভের তরফে আরও জানানো হয়েছে, ১১ ও ১২ ডিসেম্বর অনলাইন বুকিংও বন্ধ থাকবে। ফলে ওই সময়ে সুন্দরবনের কোনও পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

এই নির্দেশিকা জারি হওয়ার পরই বোট মালিক এবং ট্যুর অপারেটরদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেরই ওই দু’দিনের আগাম বুকিং ছিল। সুন্দরবন বোটমালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই পর্যটকদের জানিয়ে দেওয়া হয়েছে বুকিং বাতিলের কথা এবং অর্থ ফেরতের ব্যবস্থা করা হচ্ছে।

বোটমালিকদের দাবি, পর্যটন বন্ধ থাকায় তাঁদের আর্থিক ক্ষতি অনিবার্য। তা সত্ত্বেও পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষার স্বার্থে তাঁরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। তাঁদের আশাবাদ—বাঘশুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হোক এবং আগামী দিনগুলিতে সুন্দরবনের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটনও আরও সুসংগঠিত হোক।

প্রসঙ্গত, সুন্দরবনের বাঘশুমারি প্রায় প্রতি চার বছর অন্তর করা হয়। তবে এর মধ্যে ছোট অঞ্চলভিত্তিক পর্যবেক্ষণ বা প্রাথমিক গণনা প্রায় প্রতি বছরই চালানো হয়—যেমন এই ডিসেম্বরের প্রথম পর্যায়ের কাজ।

আরও পড়ুন: পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।