Homeখবরদেশইথিওপিয়ার আগ্নেয়গিরির বিশাল ছাইমেঘ ভারতে: কত দূর এসেছে? কোথায় কতটা কী প্রভাব?

ইথিওপিয়ার আগ্নেয়গিরির বিশাল ছাইমেঘ ভারতে: কত দূর এসেছে? কোথায় কতটা কী প্রভাব?

আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ছাইমেঘ ভারতে ঢুকে পড়েছে। গুজরাত, রাজস্থান, দিল্লি, পঞ্জাব-সহ উত্তর ও পশ্চিম ভারতের আকাশে হালকা অন্ধকার ও ঝাপসা ভাব। বিমান চলাচলে বিলম্ব, রুট পরিবর্তন-সহ একাধিক সতর্কতা জারি হয়েছে।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ হওয়া বিশাল আগ্নেয়ছাই সোমবার সন্ধ্যায় ভারতের আকাশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া মেট স্কাই ওয়েদার (IndiaMetSky Weather)। প্রথমে ছাইমেঘ গুজরাতের আকাশে দেখা যায়, এর পর দ্রুতগতিতে তা রাজস্থান, উত্তর-পশ্চিম মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের দিকে এগিয়ে যায়। সোমবার রাত ১০টার মধ্যে এটি বিস্তৃত হয়ে উত্তর ভারতের আকাশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে হিমালয়ের দিকেও ধাবিত হয়। ফলে উত্তর ও পশ্চিম ভারতের আকাশে হালকা অন্ধকার ও ঝাপসা ভাব রয়েছে।

কী ভাবে কোথা থেকে আসছে ছাইমেঘ

টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভাক, VAAC) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টায় হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত শুরু হয়। প্রায় ১০ হাজার বছর ঘুমন্ত থাকা আগ্নেয়গিরিটি হঠাৎ বিস্ফোরণে ১৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ঘন ছাই ও গ্যাস ছুড়ে দেয়। আফার অঞ্চলে অবস্থিত আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির টেকটনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় সেখানে ভূ-প্রাকৃতিক সক্রিয়তা বেশি।

ভাক জানায়, অগ্ন্যুত্পাত বন্ধ হলেও সেখান থেকে সৃষ্টি হওয়া বিশাল ছাইমেঘ লোহিত সাগর অতিক্রম করে ইয়েমেন, ওমান হয়ে পূর্ব দিকে ভারত ও উত্তর পাকিস্তানের দিকে ভেসে আসে।

কোন কোন শহরে বেশি প্রভাব

সোমবার রাতেই ছাইমেঘ গুজরাত ও রাজস্থান পেরিয়ে দিল্লি-এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন), হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের কিছু অংশের ওপর দিয়ে এগিয়ে যায়। ইন্ডিয়া মেট স্কাই ওয়েদার জানায়, মেঘটি ঘণ্টায় ১০০-১২০ কিমি বেগে উত্তর ভারতের দিকে এগোচ্ছে। আকাশ অস্বাভাবিকভাবে ম্লান ও ঝাপসা লাগতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

ছাই মেঘটি ১৫,০০০–২৫,০০০ ফুট উচ্চতায় ভেসে যাচ্ছে, কোথাও কোথাও স্তর ৪৫,000 ফুট পর্যন্ত পৌঁছেছে। এতে আগ্নেয়ছাই, সালফার ডাই-অক্সাইড-সহ ক্ষুদ্র কাচ ও পাথরের কণা রয়েছে।

এতে কি বাতাসের গুণগত মান (একিউআই) খারাপ হবে?

ভারতের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মেঘটি মধ্য-স্তরের বায়ুমণ্ডলে থাকায় ভূমির কাছাকাছি বাতাসের গুণগত মান বা একিউআই (AQI) তেমন খারাপ হবে না।

যদিও আকাশ ধুলোঝড়ের মতো দেখা যেতে পারে, তবে ক্ষতিকর ঘনত্বে কণা ভূমিতে নামার সম্ভাবনা কম। সতর্কতার অংশ হিসেবে বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

সালফার ডাই-অক্সাইডের কিছু প্রভাব হিমালয় অঞ্চল, নেপালের পাহাড়ি এলাকা এবং উত্তরপ্রদেশের তরাই অঞ্চলে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।

বিমান চলাচলে কী প্রভাব

মধ্যপ্রাচ্যের আকাশপথে ছাইমেঘ প্রবেশ করায় আন্তর্জাতিক বিমান রুটগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের অসামরিক বিমান পরিবহণের অধিকর্তা (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, DGCA) সোমবার বিমান সংস্থাগুলিকে ছাই-প্রভাবিত আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।

রুট পরিবর্তন, অতিরিক্ত জ্বালানি বহন এবং জরুরি বিকল্প পরিকল্পনা রাখতে বলা হয়েছে। এ ছাড়া ছাই-দূষণের সন্দেহে বিমানবন্দরগুলোকে রানওয়ে ও ট্যাক্সিওয়ে তৎক্ষণাৎ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আকাসা এয়ার, ইন্ডিগো, কেএলএম-সহ বেশ কয়েকটি সংস্থা উড়ান বাতিল করেছে। মুম্বই বিমানবন্দর আন্তর্জাতিক রুটে সম্ভাব্য বিলম্বের বিষয়ে যাত্রীদের সতর্ক করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।