Home প্রবন্ধ স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: ভুলে গিয়েছি অগ্নিস্নাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে  

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: ভুলে গিয়েছি অগ্নিস্নাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে  

পঙ্কজ চট্টোপাধ্যায়

মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর সঙ্গে হ্যান্ডশেক করেননি। বিধানচন্দ্র রায়কে আশীর্বাদও করেননি। বল্লভভাই পটেলের সঙ্গে কথাও বলেননি। কণ্ঠস্বর ছিল বজ্রকঠিন বলিষ্ঠতায় পূর্ণ। তিনি কি অহংকারী ছিলেন? না, মানুষটি ছিলেন অতি বিনম্র, কিন্তু আপন আদর্শের এক ঋত্বিক। তিনি হলেন বিপ্লবী হেমচন্দ্র ঘোষ।

১৮৮৪ সালের ২৪ অক্টোবর ঢাকার বানারীপাড়ার গাভা গ্রামে হেমচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম ছিল মথুরানাথ ঘোষ। তিনি ছিলেন আইনজীবী। হেমচন্দ্র ঢাকার জুবিলি স্কুলে পড়াশোনা করেন। তিনি শরীরচর্চা এবং কুস্তি শিখেছিলেন শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের (ইনি বাঘের সঙ্গে লড়ে বাঘকে পরাজিত করেন, পরে তিনি সন্ন্যাসী হয়ে যান, তখন তার নাম হয় সোহং স্বামী) কাছে। হেমচন্দ্র লাঠিখেলায় পারদর্শী ছিলেন। তাঁর গুরু ছিলেন বিপ্লবী পুলিনবিহারী দাস।

১৯০০ সালে হেমচন্দ্র কলকাতায় চলে আসেন। বেলুড় মঠে তিনি সাক্ষাৎ করেন এবং সাষ্টাঙ্গ প্রণাম করেন স্বামী বিবেকানন্দকে। হেমচন্দ্র সন্ন্যাসী হতে চেয়েছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন আলাপচারিতায় জানতে পারলেন যে হেমচন্দ্র লাঠিখেলা, কুস্তি ইত্যাদি শারীরিক কসরত জানেন, তখন স্বামীজি হেমচন্দ্রকে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করতে বলেন। হেমচন্দ্র সেই সময়ে স্বামী বিবেকানন্দের পরম সান্নিধ্য পেয়েছিলেন অনেক বার। শ্রীমা সারদা, ভগিনী নিবেদিতা প্রমুখের পবিত্র সান্নিধ্যও তিনি পেয়েছিলেন সেই সময়ে। ১৯০১ সালে ফরাসগঞ্জের মোহিনীমোহন দাসের বাড়িতে স্বামী বিবেকানন্দের সঙ্গী হিসাবে ১৫/১৬ দিন একসঙ্গে হেমচন্দ্র ছিলেন। সেখানেও স্বামীজি হেমচন্দ্রকে দেশের কাজে আত্মনিয়োগ করতে উপদেশ দেন।

সেই উপদেশ শিরোধার্য করে হেমচন্দ্র ১৯০১ সালে বিপ্লবী উল্লাসকর দত্তের সাহায্যে শ্রীঅরবিন্দের (তখন অরবিন্দ ঘোষ) ছোটোভাই বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষের সঙ্গে পরিচয় করেন এবং অনুশীলন সমিতি ও যুগান্তর গোষ্ঠীর বিপ্লবী কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন।

১৯০৫ সালে শ্রীশ পাল, হরিদাস দত্ত, গুণেন্দ্রনাথ ঘোষ, রাজেন গুহ, মাখন চক্রবর্তী, খগেন দাস, নিকুঞ্জ সেন, বিভুতি বসু, সুরেন বর্ধন প্রমুখকে নিয়ে ‘মুক্তি সংঘ’ নামে একটি সংগঠন গঠন করেন হেমচন্দ্র ঘোষ। সেখানে হেমচন্দ্র ঘোষ ছিলেন বড়দা আর হরিদাস দত্ত ছিলেন মেজদা।

১৯০৬ সালে হেমচন্দ্র ঘোষ ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হন যাঁদের সঙ্গে, তাঁদের মধ্যে অন্যতম হলেন অরবিন্দ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিপিনচন্দ্র পাল প্রমুখ বিপ্লবীরা।

১৯০৮ সালের শেষে হেমচন্দ্র ব্রিটিশ সরকারের পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জিকে (যে বিপ্লবী ক্ষুদিরামের গ্রেফতার এবং ফাঁসির জন্য সম্পূর্ণ দায়ী) হত্যা করেন। ১৯১৪ সালে রডা কোম্পানির অস্ত্রলুণ্ঠনের সঙ্গেও হেমচন্দ্র যুক্ত ছিলেন। এর পর তিনি ধরা পড়েন ব্রিটিশ পুলিশের হাতে। বিচারে কারাদণ্ড হয় এবং প্রায় ৬ বছর হেমচন্দ্র হাজারিবাগ জেলেতে বন্দি ছিলেন। ১৯২০ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরে হেমচন্দ্র কলকাতায় চলে আসেন এবং গোপনে আবার বিপ্লবী কাজে যুক্ত হয়ে পড়েন। ১৯২৬ সালে মুক্তি সংঘের সদস্যরা ‘বেণু’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। হেমচন্দ্র ছিলেন সেই পত্রিকার সম্পাদক। সেই সময়ে তার নাম ছিল রাখালচন্দ্র ঘোষ।

এর পর হেমচন্দ্র ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ নামে একটি বিপ্লবী গুপ্ত সংগঠন তৈরি করেছিলেন। এর সঙ্গে যুক্ত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি হেমচন্দ্র ঘোষকে অগ্রজের আসনে বসিয়েছিলেন। তাঁর কাছ থেকেই সুভাষচন্দ্র অগ্নিমন্ত্রে দীক্ষিত হন। কথিত আছে, হেমচন্দ্র ঘোষ যে হাত দিয়ে স্বামী বিবেকানন্দের পবিত্র চরণপদ্ম স্পর্শ করে প্রণাম করেছিলেন, সেই হাত দিয়ে তিনি একমাত্র সুভাষচন্দ্র বসুকেই আশীর্বাদ করেছিলেন। তা ছাড়া আর কারও সঙ্গে সেই হাত মেলাননি, আশীর্বাদও করেননি, প্রণাম তো করেনইনি কোনো দিন। এই প্রসঙ্গে বলা যায়, তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখের সঙ্গে দূরত্ব বজায় রেখেই কথা বলতেন। এঁদের নেতা বলে তিনি স্বীকারই করতেন না। হেমচন্দ্র বলতেন, যে হাত স্বামী বিবেকানন্দের পবিত্র পাদস্পর্শ করেছে, সেই হাতে হাত রাখার কোনো যোগ্যতাই ওঁদের নেই।

hemchandra ghosh

ভারতবর্ষের অগ্নিযুগের বিপ্লবের অন্যতম নেতা ছিলেন হেমচন্দ্র ঘোষ। পঞ্জাবের ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, শুকদেব, রামপ্রসাদ বিসমিল প্রমুখের বৈপ্লবিক কাজের রূপকার ছিলেন তিনি। রাসবিহারী বসুর বৈপ্লবিক কাজেরও রূপকার ছিলেন তিনি।

হেমচন্দ্র ছিলেন মেদিনীপুর জেলার তিনজন উচ্চপদস্থ ব্রিটিশ পুলিশ অফিসার, কুমিল্লার অত্যাচারী ম্যাজিস্ট্রেটকে খতম করার প্রধান নায়ক। এই সময়ে হেমচন্দ্র ঘোষের সঙ্গে ছিলেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সী। ঐতিহাসিক বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তের রাইটার্স বিল্ডিং অভিযানের রূপকার ছিলেন হেমচন্দ্র ঘোষ।

এখানে উল্লেখ্য, ১৯৩০ সাল থেকে ১৯৪৭ সাল, এই ১৬/১৭ বছরের সময়কালে হেমচন্দ্র ঘোষ মাত্র দেড় বছর জেলের বাইরে ছিলেন।

প্রসঙ্গক্রমে বলা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি গানে লিখেছিলেন, “মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেণু তব বাজাও একাকী।।” (এখানে উল্লেখ্য, ১৯২৬ সালে ব্রিটিশ সরকার যখন মুক্তি সংঘ, অনুশীলন সমিতি, যুগান্তর গোষ্ঠীর বিপ্লবীদের বন্দি করে জেলে পাঠায়, তখন একা গোপনে হেমচন্দ্র ঘোষ ‘বেণু’ পত্রিকার দায়িত্ব নেন এবং অতি গোপনীয়তায় সেই কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন)।

দেশ স্বাধীন হওয়ার পরে হেমচন্দ্র ঘৃণা করতেন দেশের নেতাদের (সুভাষচন্দ্র ব্যতীত)। কারণ, তিনি দেশভাগের চরম বিরোধী ছিলেন। তাই দেশ স্বাধীন হওয়ার পরে হেমচন্দ্র যখন জেলের বাইরে এলেন, কলকাতার দক্ষিণে থাকতে শুরু করলেন, তখন দেশের সরকার প্রদত্ত যাবতীয় সম্মান ও স্বীকৃতি তিনি অত্যন্ত ঘৃণায় প্রত্যাখ্যান করেছিলেন।

তিনি আমরণ একাই থাকতেন। ১৯৮০ সালের ৩১ অক্টোবর বিপ্লবী হেমচন্দ্র ঘোষ সবার অলক্ষ্যে চিরবিদায় নিয়ে ইতিহাস হয়ে যান। এমন এক সর্বত্যাগী অগ্নিস্নাত বিপ্লবীকে এই বাংলা, এই ভারতবর্ষ স্মরণ করার কথাই ভুলে গেছে বহু দিন আগে। এটা আমাদের দেশের অমার্জনীয় অপরাধ এবং অমার্জিত লজ্জা।

তথ্যঋণ:

জেলে ত্রিশ বছর – ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।

আমি সুভাষ বলছি – শৈলেশ দে।

উইকিপিডিয়া

আরও পড়ুন

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: সত্যবতীর কথা

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: জালালাবাদে আত্মবলিদান

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: মদনলাল ধিংড়ার আত্মবলিদান 

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: জালিয়ানওয়ালাবাগ ও উধম সিং

স্বাধীনতা আন্দোলনের অলিখিত ইতিহাস: ‘এবার তবে আসি মা!’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version