Homeশিল্প-বাণিজ্যকেন জেরার মুখে অনিল অম্বানি? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

কেন জেরার মুখে অনিল অম্বানি? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

প্রকাশিত

 অনিল অম্বানি ও তাঁর গোষ্ঠীভুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নড়েচড়ে বসেছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) একযোগে তদন্ত শুরু করেছে।

মূল অভিযোগ রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে সংস্থাটি ‘CLE প্রাইভেট লিমিটেড’ নামের একটি লো-প্রোফাইল সংস্থায় ₹১০,০০০ থেকে ₹১৭,০০০ কোটি টাকা স্থানান্তর করে, যা ইন্টার কর্পোরেট ডিপোজিট (ICD)-এর নামে দেখানো হয়।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

  • CLE ঋণ ফেরত না দিলেও, রিলায়েন্স ইনফ্রা সেই অর্থকে কু-ঋণ হিসেবে লিখে দেয়।
  • CLE যে একটি ‘রিলেটেড পার্টি’ অর্থাৎ সংশ্লিষ্ট সংস্থা, তা জানানো হয়নি শেয়ারহোল্ডারদের।
  • এতে করে এক সময় রিলায়েন্স ইনফ্রার মোট সম্পদের ৯০ শতাংশই CLE-তে চলে যায় বলে অনুমান তদন্তকারীদের।

রিলায়েন্স ইনফ্রার দাবি, তাদের প্রকৃত এক্সপোজার ₹৬,৫০০ কোটির বেশি নয়, তবে SEBI ও ইডির মতে ₹১০,০০০ থেকে ₹১৭,০০০ কোটি টাকা CLE-এর মাধ্যমে গোপনে সরানো হয়েছে।

তদন্তকারীদের মতে

এই ঘটনা গোপন সম্পর্কিত পক্ষের সঙ্গে লেনদেনের উদাহরণ, যা শেয়ারহোল্ডার ও বাজারকে বিভ্রান্ত করেছে।

এই অভিযোগে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ

  • SEBI ইতিমধ্যেই অনিল অম্বানি সহ ২৪ জনকে পাঁচ বছরের জন্য শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছে।
  • ED ৫০টিরও বেশি সংস্থা ও ২৫ জন ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে।
  • ৫ আগস্ট ED সরাসরি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদ করবে।

আরও একটি জালিয়াতির তদন্ত চলছে

SECI-র একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে দরপত্র জেতার জন্য Reliance NU BESS ও Maharashtra Energy Generation Ltd নামে দুটি সংস্থা ₹৬৮.২ কোটি টাকার ভুয়ো ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছিল বলে অভিযোগ।

গ্যারান্টিটি দেওয়া হয়েছিল ওডিশার একটি শেল কোম্পানি Biswal Tradelink-এর মাধ্যমে, যেখানে SBI-র ভুয়ো ওয়েব ডোমেইন ব্যবহার করা হয়েছিল।

ফলস্বরূপ

SECI ইতিমধ্যেই Reliance Power ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আগামী তিন বছরের জন্য তাদের প্রকল্পে দরপত্র দেওয়া থেকে নিষিদ্ধ করেছে (নভেম্বর ২০২৪ থেকে)।

ইতিহাসে আরও রয়েছে অস্বচ্ছ লেনদেনের অভিযোগ

  • ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে Yes Bank থেকে নেওয়া ₹৩,০০০ কোটির ঋণ বিভিন্ন শেল কোম্পানিতে ঘুরিয়ে দেওয়া হয়।
  • Reliance Communications ও Reliance Home Finance-এর বিরুদ্ধেও রয়েছে আর্থিক গড়মিলের অভিযোগ।
  • চলতি বছর জুনে, SBI Reliance Communications এবং অনিল আম্বানিকে “ফ্রড অ্যাকাউন্ট” হিসেবে ঘোষণা করে।

ADAG-র দাবি


গোষ্ঠীর দাবি, অনিল আম্বানি ২০২২ সাল থেকে আর কোনও সংস্থার পরিচালনায় নেই। বেশ কিছু অভিযোগ পুরনো সংস্থা ও তৃতীয় পক্ষের জালিয়াতি সংক্রান্ত, যেগুলি ইতিমধ্যেই দেউলিয়া। বর্তমান সংস্থাগুলি আইন মেনে চলছে বলেই দাবি ADAG-র।

শেয়ার বাজারে প্রভাব

খবর প্রকাশ্যে আসার পরই রিলায়েন্স পাওয়ার শেয়ারের দাম ৪.৮২% কমে দাঁড়ায় ₹৫০.৩০-এ। রিলায়েন্স ইনফ্রার শেয়ার পড়ে যায় ৫%, দাম দাঁড়ায় ₹৩১১.৬০।

সূত্র: বিজনেস টু ডে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

আরও পড়ুন

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।