Homeশিল্প-বাণিজ্যকলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

কলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

প্রকাশিত

বৃহস্পতিবার দেশের তিন রাজ্যে মোট ৯টি নতুন শাখা চালু করল বন্ধন ব্যাঙ্ক। এর মধ্যে কলকাতায় একটি শাখা খোলা হয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি শাখাও আজ খোলা হয়েছে। কলকাতার নতুন শাখাটি পোদ্দার কোর্ট অঞ্চলে ৪৩, উইলিয়াম কেরি সরণিতে অবস্থিত।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে, কলকাতার এই নতুন শাখার উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করেন।

ব্যাঙ্কের কর্মকর্তারা জানান, সারা দেশে নিজেদের উপস্থিতি বাড়াতে এবং বৈচিত্র্য আনতে ব্রাঞ্চ নেটওয়ার্ক শক্তিশালী করছে বন্ধন ব্যাঙ্ক। এর মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। নতুন এই শাখাগুলি যোগ হওয়ার ফলে, সারা দেশে ৬ হাজার ৩০০-র বেশি ব্যাঙ্কিং আউটলেটের মজবুত নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাংকের মোট ১৭২০টি ব্যাঙ্কিং আউটলেট আছে।

এই বিশেষ মুহূর্তে, বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পশ্চিমবঙ্গের কলকাতা সহ তিনটি রাজ্য নয়টি নতুন ব্রাঞ্চ খুলতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের পরিষেবা দিতে পারব। আমাদের ব্যবসা বৃদ্ধির অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, আমরা সারা দেশে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টায় রত। আমরা সর্বদা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আধুনিক সমাধান প্রদান করার প্রতি মনোযোগী।“

বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই উপস্থিত রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।