Homeশিল্প-বাণিজ্যআয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, দেরি করলে কত জরিমানা?

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, দেরি করলে কত জরিমানা?

প্রকাশিত

২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে জমা পড়লে দিতে হবে জরিমানা

করদাতাদের স্বস্তি দিয়ে কেন্দ্র আয়কর রিটার্ন (ITR) জমার সময়সীমা বাড়াল ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য। আগের শেষ তারিখ ছিল ৩১ জুলাই ২০২৫, তবে তা বাড়িয়ে করা হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫। যাঁদের অ্যাকাউন্ট অডিটের আওতায় পড়ে না, শুধুমাত্র তাঁদের জন্যই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

দেরি করলে জরিমানা

যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি, সময়ের পরে রিটার্ন জমা দিলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
৫ লক্ষ টাকার কম আয়ের ক্ষেত্রে জরিমানা ১,০০০ টাকা, আয়কর আইনের ধারা ২৩৪এফ অনুযায়ী।

ফের সংশোধনের সুযোগ

যদি কেউ সময়সীমার মধ্যে রিটার্ন জমা না দেন বা পরে সংশোধন করতে চান, তাঁদের জন্য বিলেটেড বা সংশোধিত রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫
তবে আপডেটেড রিটার্ন (updated return) জমা দেওয়া যাবে ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত।

কর দিতে হবে আগেই

গুরুত্বপূর্ণ বিষয় হল, রিটার্ন জমার সময়সীমা বাড়লেও সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা নিজে থেকে কর প্রদান করতে হবে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যেই। না হলে, ধারা ২৩৪এ অনুসারে সুদের (interest penalty) বোঝা বাড়বে।

কেন এই সময়সীমা বাড়ানো হল?

এ বছর বেশ কিছু সমস্যার মুখে পড়েছিলেন করদাতারা। সময়মতো ITR ফর্ম প্রকাশ না হওয়া, e-filing utility চালু না হওয়া, Form 26AS এবং Annual Information Statement (AIS)-এ TDS সংক্রান্ত তথ্য বিলম্বে আপডেট হওয়া— এই সব কারণে সঠিকভাবে আয়কর রিটার্ন জমা দিতে অসুবিধা হচ্ছিল। এই সমস্যাগুলির জন্যই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত।

রিফান্ড ও সুদের হিসাব

যাঁরা আয়কর রিফান্ডের (refund) জন্য উপযুক্ত, তাঁরা এপ্রিল ১, ২০২৫ থেকে রিফান্ডের উপরে সর্বাধিক ৩৩% পর্যন্ত সুদ পেতে পারেন ধারা ২৪৪এ অনুযায়ী। তবে এই সুদ করযোগ্য আয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ এটি করযোগ্য এবং তা রিটার্নে দেখাতে হবে।

নতুন এক্সেল ইউটিলিটি চালু

আয়কর দফতর ইতিমধ্যেই ITR-1 ও ITR-4 ফর্মের জন্য Excel ভিত্তিক Offline Utility চালু করেছে। এর সাহায্যে JSON ফাইল তৈরি করে সহজেই e-filing করা যাবে।

যাঁরা এখনও রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ। সময়সীমা বাড়লেও কর জমা দেওয়ার শেষ দিন কিন্তু একই রয়েছে। তাই রিটার্ন জমার প্রক্রিয়া শুরু করে দিন এখনই, যাতে কোনও রকম জরিমানা বা সুদের বোঝা না বাড়ে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।