Homeশিল্প-বাণিজ্যরাশিয়া থেকে তেল কিনলে চাপবে ৫০০% শুল্ক! মার্কিন বিল নিয়ে উদ্বেগ, জ্বালানি...

রাশিয়া থেকে তেল কিনলে চাপবে ৫০০% শুল্ক! মার্কিন বিল নিয়ে উদ্বেগ, জ্বালানি নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন জয়শঙ্কর

প্রকাশিত

রাশিয়ার তেল আমদানির ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবিত মার্কিন বিল নিয়ে গভীর নজর রাখছে ভারত। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর স্পষ্ট জানালেন, এই বিল কার্যকর হলে তার প্রভাব কী হতে পারে, তা খতিয়ে দেখবে ভারত। পাশাপাশি ভারতের জ্বালানি নিরাপত্তা ও স্বার্থের কথা ইতিমধ্যেই আমেরিকার নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ওই প্রস্তাবিত আইন সংসদে পেশ করেন। এই বিল অনুযায়ী, যে কোনও দেশ রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম বা অন্যান্য পণ্য আমদানি করলে তাদের পণ্যের উপর আমেরিকা ৫০০% পর্যন্ত শুল্ক বসাবে। ইতিমধ্যেই ৮০ জনেরও বেশি সিনেটর এই বিলের সহ-সমর্থক বলে জানা গিয়েছে।

জয়শঙ্কর বলেন, “আমরা বিষয়টি নিয়ে লিন্ডসে গ্রাহামের সঙ্গে যোগাযোগে রয়েছি। আমাদের দূতাবাস, রাষ্ট্রদূতও এই ইস্যুতে যোগাযোগ রেখেছেন। ভারতের স্বার্থ এবং বিশেষ করে জ্বালানি ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা তাঁকে জানানো হয়েছে।”

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ব জ্বালানি চিত্র বদলে গিয়েছে। ভারত পূর্বে যেখানে রাশিয়া থেকে মোট তেল আমদানির ১ শতাংশেরও কম করত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০-৪৪ শতাংশে। এই পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা বিল কার্যকর হলে ভারতীয় তেল আমদানির উপর বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষিতে আমেরিকা সফরে গিয়ে জয়শঙ্কর জানান, “মার্কিন কংগ্রেসে কী ঘটছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে যখন সেটি কার্যকর রূপ নেবে, তখনই আমরা এর প্রভাব বিশ্লেষণ করব।”

জয়শঙ্করের এই সফরে আরও এক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল দক্ষিণ চিন সাগর। কোয়াড গোষ্ঠীর চার সদস্য দেশ— ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে আলোচনা হয় এই বিতর্কিত সমুদ্র অঞ্চল নিয়ে। জয়শঙ্কর বলেন, “এই অঞ্চলের স্থিতাবস্থা বজায় রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজাই আমাদের সবার লক্ষ্য।”

চিনের আগ্রাসী মনোভাব নিয়ে চতুর্দেশীয় কোয়াড গোষ্ঠী একটি যৌথ বিবৃতিতে জানায়, “আমরা পূর্ব ও দক্ষিণ চিন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বলপ্রয়োগ করে স্থিতাবস্থা বদলের যেকোনও একতরফা প্রয়াসের আমরা কড়া বিরোধিতা করছি।”

উল্লেখযোগ্যভাবে, যৌথ বিবৃতিতে জলসীমায় ‘জল কামান’ ও ‘র‌্যামিং’য়ের মতো হানিকর কাজের বিরুদ্ধেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, “এই ধরনের উসকানিমূলক কার্যকলাপ আন্তর্জাতিক নৌপরিবহন ও উড়ানের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে।”

আরও পড়ুন: মালিতে অপহৃত ৩ ভারতীয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত সরকার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।