Homeশিল্প-বাণিজ্যনতুন আয়কর বিল: কোথায় স্থানান্তরিত হল ৮০সি ধারা, জানুন বিস্তারিত

নতুন আয়কর বিল: কোথায় স্থানান্তরিত হল ৮০সি ধারা, জানুন বিস্তারিত

প্রকাশিত

বুধবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিলে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে, যা করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে, এটি এখনই আইন হয়ে যাচ্ছে না। এই বিল একটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হবে, যারা পরবর্তী অধিবেশনের প্রথম দিন তাদের রিপোর্ট জমা দেবে।

কী থাকছে নতুন আয়কর বিলে?

এই নতুন বিলে আয়কর হার বা স্ল্যাবের কোনো পরিবর্তন প্রস্তাব করা হয়নি। মূলত, করদাতাদের জন্য নিয়মকানুন সহজবোধ্য করার লক্ষ্যেই এর ভাষাগত সরলীকরণ করা হয়েছে।

৮০সি ধারার পরিবর্তন: এখন ক্লজ ১২৩

আগে যেখানে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে বিভিন্ন বিনিয়োগ এবং সঞ্চয়মূলক প্রকল্প কর ছাড়ের আওতায় পড়ত, নতুন আয়কর বিলে এই সুবিধাগুলি ক্লজ ১২৩-এর অধীনে রাখা হয়েছে।

নতুন আয়কর বিলে বলা হয়েছে, “একজন ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) সেই করবর্ষে করমুক্তির জন্য নির্দিষ্ট বিনিয়োগ বা জমা করা অর্থের পুরো পরিমাণ কর ছাড়ের জন্য দাবি করতে পারবে, তবে তা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হতে পারবে না।”

এটি ৮০সি ধারার মতোই কাজ করবে এবং এখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম (ELSS) সহ অন্যান্য সঞ্চয় প্রকল্পগুলি অন্তর্ভুক্ত থাকবে।

নতুন বিলের কাঠামো

নতুন আয়কর বিলটি ৬২২ পৃষ্ঠার, যেখানে মোট ৫৩৬টি ধারা রয়েছে। তুলনায়, ১৯৬১ সালের আয়কর আইনে ২৯৮টি ধারা ছিল, যা ৮২৩ পৃষ্ঠার মধ্যে বিস্তৃত।

পুরনো আয়কর আইনের প্রতিটি ধারার জন্য নতুন বিলে একটি নতুন সংশ্লিষ্ট ধারা রাখা হয়েছে। তবে, অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত ধারাগুলি বাদ দেওয়া হয়েছে। ফলে নতুন আইনে ধারার সংখ্যা বেড়ে পাঁচশোর বেশি হতে পারে, তবে এটি মোটের উপর সহজীকরণ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর বিলটি করদাতাদের জন্য আরও স্বচ্ছ এবং সহজবোধ্য হবে, তবে কার্যকর হতে সময় লাগবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।