Homeশিল্প-বাণিজ্যইজরায়েলের ইরান হামলার আশঙ্কায় লাফিয়ে বাড়ল তেলের দাম, ১ ব্যারেলে ৫,৩৪৫ টাকা

ইজরায়েলের ইরান হামলার আশঙ্কায় লাফিয়ে বাড়ল তেলের দাম, ১ ব্যারেলে ৫,৩৪৫ টাকা

প্রকাশিত

ইজরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য প্রস্তুতির খবর প্রকাশ্যে আসতেই তেলের আন্তর্জাতিক বাজারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে যে, ইজরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের দাবি।

এই খবরে মঙ্গলবার মার্কিন অপরিশোধিত তেল West Texas Intermediate (WTI)-এর দাম ৩.৫% পর্যন্ত লাফিয়ে উঠে দাঁড়ায় ব্যারেল প্রতি ৬৪.১৯ ডলারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৩৪৫ (১ ডলার = ₹৮৩.৩৫ হিসেবে)।

সিঙ্গাপুর সময় সকাল ৬টা ৪৩ মিনিটে WTI-এর জুলাই ডেলিভারির দাম দাঁড়ায় ৬৩.৫৫ ডলার বা ₹৫,২৯০

অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের জুলাই মাসের সেটেলমেন্ট মূল্য ০.২% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৫.৩৮ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৪৫०

গত এক সপ্তাহ ধরেই ইরান-আমেরিকা আলোচনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার জেরে বাজারে অস্থিরতা বেড়েছে। এই আলোচনার মাধ্যমে ইরানের উপর থেকে তেল রপ্তানিতে জারি নিষেধাজ্ঞা উঠলে বাজারে বাড়তি সরবরাহ আসার সম্ভাবনা ছিল। কিন্তু ইজরায়েল হামলা করলে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মঙ্গলবার বলেছেন, তিনি মনে করেন না আমেরিকার সঙ্গে এই আলোচনা ফলপ্রসূ হবে। Bloomberg Intelligence-এর বিশ্লেষণ অনুযায়ী, যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে WTI তেলের দাম কমে ৪০ ডলার অর্থাৎ প্রায় ₹৩,৩৩৪ পর্যন্ত নেমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়বে, তেলের দাম তত বাড়বে। কারণ, বিশ্ব তেলের প্রায় এক-তৃতীয়াংশ এই অঞ্চল থেকেই সরবরাহ হয়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।