Homeশিল্প-বাণিজ্যশাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

শাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

প্রকাশিত

আকাশছোঁয়া দাম শাক-সবজির দাম। মধ্যবিত্ত নাজেহাল। এ বার আবহাওয়ার কারণে চালের দাম (Rice price) বাড়তে পারে।

বিশ্ববাজারে চালের দাম এমনিতেই চড়া। পরিসংখ্যান বলছে, ১১ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চালের দাম। এরই মধ্যে আবহাওয়াজনিত আশঙ্কা নতুন করে দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ‘এল নিনো‘ (El Nino)-র কারণে কৃষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন। ফলে এশিয়া এবং আফ্রিকার দেশগুলির জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে চালের চাহিদা পূরণ।

বিশ্বের চাল রফতানির ৪০ শতাংশ জোগান দেয় ভারত। ২০২২ সালে ৫ কোটি ৬০ লক্ষ টন চাল রফতানি করেছিল এ দেশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আবহাওয়াজনিত কারণে সে বার রফতানি বেশ কিছুটা কমেছিল। এ বারও আবহাওয়ার কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিলে চালের দাম বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (REA) সভাপতি বিভি কৃষ্ণা রাও সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, “ভারত ছিল সবচেয়ে সস্তার চালের সরবরাহকারী। ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) কারণেই সেটা সম্ভব। কিন্তু নতুন করে ভারতীয় চালের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য সরবরাহকারীরাও দাম বাড়াতে শুরু করেছে।”

বলে রাখা ভালো, বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্যশস্য ধান। এমনকী, বিশ্বের ৯০ শতাংশ চালই উৎপাদিত হয় এশিয়ায়। কিন্তু এল নিনোর কারণে আবহাওয়ার ধরন বদলে গেলে অর্থাৎ, সাধারণত কম বৃষ্টিপাত হলে ধান উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে আবহাওয়াজনিত ঘটনা উৎপাদন ব্যাহত করার আগেই, খাদ্য ও কৃষি সংস্থার বিশ্বব্যাপী চালের মূল্য সূচক ১১ বছরের সর্বোচ্চ উচ্চতার উপরে চলে গিয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, “এল নিনোর প্রভাব কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়, এটি প্রায় সব উৎপাদনকারী দেশে চালের উৎপাদনকে প্রভাবিত করে।”

আরও পড়ুন: একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।