Home শিক্ষা ও কেরিয়ার লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

NCERT Jobs

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে ডিগ্রি থাকলে এ বার সরকারি দফতরে কাজের সুযোগ পেতে পারেন আপনি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) তাদের একটি গবেষণা প্রকল্পের জন্য সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

কোন প্রকল্পে নিয়োগ?

নিয়োগ করা হবে দ্য সেল ফর ন্যাশনাল সেন্টার ফর লিটারেসি-র গবেষণা প্রকল্পে। এই পদে ১ জন প্রার্থী-কে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত।

যোগ্যতা কী লাগবে?

  • লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রি, ন্যূনতম ৫০% নম্বর সহ
  • লাইব্রেরি সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

বয়সসীমা:

  • সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স: ৪৫ বছর
  • অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করলে বয়সসীমা: ৬৫ বছর

বেতন:

  • মাসিক পারিশ্রমিক: ₹৩৫,০০০/-

নিয়োগ পদ্ধতি:

  • সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
  • ইন্টারভিউয়ের দিন: ২২ জুলাই, ২০২৫
  • স্থান: NCERT, দিল্লি অফিস
  • রেজিস্ট্রেশনের সময়: সকাল ৯টা থেকে বেলা ১০.৩০টা পর্যন্ত

দরকারি লিঙ্ক:

বিস্তারিত তথ্য ও মূল বিজ্ঞপ্তি দেখা যাবে ncert.nic.in ওয়েবসাইটে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version