Homeশিল্প-বাণিজ্যএ বার কেন্দ্রীয় বাজেট পেশ হবে শনিবার, জেনে নিন ওই দিন শেয়ারবাজার...

এ বার কেন্দ্রীয় বাজেট পেশ হবে শনিবার, জেনে নিন ওই দিন শেয়ারবাজার খোলা থাকবে না কি বন্ধ?

প্রকাশিত

নয়াদিল্লি: সাধারণত প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে। তবে এ বার কেন্দ্রীয় বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি এ বার শনিবার পড়েছে। এদিন শেয়ার বাজার খোলা থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। এই বিষয়ে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে যে, শেয়ার বাজার ওই দিন খোলা থাকবে।

১ ফেব্রুয়ারি (শনিবার) কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ওই দিন সকাল ৯ টা ১৫ মিনিট থেকে দুপুর ৩ টে ৩০ মিনিট পর্যন্ত শেয়ার বাজারে স্বাভাবিক সময় অনুযায়ী লেনদেন হবে। অর্থমন্ত্রী ওই দিন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন।

এর আগেও বাজেট পেশের দিনে শনিবার শেয়ার বাজার খোলা ছিল। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এবং ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারিতেও বাজেট পেশের সময় শেয়ার বাজার খোলা ছিল। ২০০১ সালে বাজেট পেশের সময়সীমা সন্ধ্যা ৫টা থেকে পরিবর্তন করে সকাল ১১টা করা হয়। সেই থেকে বাজেট পেশের দিন শেয়ার বাজার স্বাভাবিক সময়ে খোলা থাকে।

২০২৫ সালে সাপ্তাহিক ছুটির (শনিবার এবং রবিবার) পাশাপাশি, বিএসই এবং এনএসই মোট ১৪টি বিশেষ দিনে বন্ধ থাকবে। এই ছুটিগুলি মূলত বড় উৎসব এবং বিশেষ দিবসের জন্য নির্ধারিত।

২০২৫ সালে শেয়ার বাজারের ছুটির সংক্ষিপ্ত তালিকা:

  • জানুয়ারি মাসে কোনও ছুটি নেই।
  • ফেব্রুয়ারি, মে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে এক দিন করে ছুটি থাকবে।
  • মার্চ এবং আগস্টে দু’দিন করে ছুটি থাকবে।
  • এপ্রিল এবং অক্টোবর মাসে সর্বাধিক তিন দিন করে শেয়ার বাজার বন্ধ থাকবে।
  • এছাড়া, ২১ অক্টোবর দেওয়ালির দিন মুহরত ট্রেডিং (Muhurat Trading) হবে।

তবে, বাজেট পেশের দিনে শেয়ার বাজার খোলার ফলে বিনিয়োগকারীরা বাজেটের প্রভাব সরাসরি লেনদেনের কাজে লাগাতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।