Homeশিল্প-বাণিজ্যক্রেডিট কার্ডের বিল মেটাতে দেরি? ৩০ শতাংশ সুদের সীমা নিয়ে এনসিডিআরসি-র রায়...

ক্রেডিট কার্ডের বিল মেটাতে দেরি? ৩০ শতাংশ সুদের সীমা নিয়ে এনসিডিআরসি-র রায় বাতিল সুপ্রিম কোর্টে

প্রকাশিত

ক্রেডিট কার্ডের সুদ নিয়ে জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন (এনসিডিআরসি)-এর দেওয়া রায় বাতিল সুপ্রিম কোর্টে। ২০০৮ সালে ক্রেডিট কার্ড বিলের ওপর ৩০ শতাংশ বার্ষিক সুদের ঊর্ধ্বসীমা ধার্য করেছিল এনসিডিআরসি। তবে, সর্বোচ্চ আদালতের সেই রায় বাতিল হওয়ার পর এখন থেকে ব্যাংকগুলি বিদ্যমান নিয়মাবলির মধ্যে নিজেদের সুদের হার নির্ধারণ করতে পারবে।

বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এনসিডিআরসি-র সিদ্ধান্ত বাতিল করে ব্যাংকগুলির আবেদন মঞ্জুর করে। এই রায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, এইচএসবিসি-সহ একাধিক ব্যাংকের পক্ষ থেকে করা আবেদনগুলির ভিত্তিতে দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, “প্রত্যাশিত কারণবশত, এনসিডিআরসি-র রায় বাতিল করা হল এবং আবেদন মঞ্জুর করা হল।”

উল্লেখ্য, ২০০৮ সালে একটি পিটিশনের ভিত্তিতে এনসিডিআরসি-র রায়ে বলা হয়েছিল, ৩৬ শতাংশ থেকে ৪৯ শতাংশ বার্ষিক সুদের হার গ্রাহকদের ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করে। এনসিডিআরসি এটিকে “অন্যায় বাণিজ্যিক পদ্ধতি” হিসাবে ঘোষণা করেছিল এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে (আরবিআই) কঠোর নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করেছিল।

কমিশনের বক্তব্য ছিল, ভারতে ক্রেডিট কার্ড সুদের হার উন্নত দেশগুলির তুলনায় অনেক বেশি, যেখানে এই হার ৯.৯৯ শতাংশ থেকে ১৭.৯৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

আরবিআই জানিয়েছে, ব্যাংকগুলির সুদের হার নির্ধারণ তাদের নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এটিকে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর আওতায় রাখা হয়েছে। অন্য দিকে, ব্যাংকগুলি দাবি করেছে যে সুদের হার বেশি থাকলে ডিফল্টের ঝুঁকি এবং পরিষেবা দেওয়ার খরচ সামাল দেওয়া সহজ হয়।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুদের হার বাজারের গতিশীলতার ওপর নির্ভর করে এবং ভোক্তা আদালতের এক্তিয়ার নেই এটি নিয়ন্ত্রণ করার। আদালত আরও জানিয়েছে, আরবিআই-এর নিয়মাবলির মধ্যেই এই বিষয়টি পরিচালিত হওয়া উচিত।

এই রায়ের ফলে ব্যাংকগুলি ক্রেডিট কার্ড পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিজের নিজের মতো করে সুদের হার নির্ধারণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।