আয়কর আইনের ৮০সি ধারার অধীনে করদাতারা বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। পোস্ট অফিসের কিছু সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে এই সুবিধা পাওয়া সম্ভব। নীচে এমনই ছ’টি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পের বিবরণ তুলে ধরা হল।
১. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): এই দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্পে ১৫ বছরের জন্য বিনিয়োগ করা হয়, যা ৫ বছর পর আংশিক উত্তোলনের সুবিধা দেয়। বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ। এই প্রকল্পে বিনিয়োগ ও অর্জিত সুদ উভয়ই করমুক্ত।
২. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৫ বছরের মেয়াদি এই প্রকল্পে সুদের হার ৭ শতাংশ। ম্যাচিউরিটির সময় সুদসহ মোট পরিমাণ পাওয়া যায়। এতে বিনিয়োগ করা সুদও ৮০সি ধারার অধীনে কর ছাড়ের যোগ্য।
৩. কিসান বিকাশ পত্র (KVP): এই প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ ১২০ মাসে দ্বিগুণ হয়। সুদের হার ৭.২ শতাংশ। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কর ছাড় পাওয়া যায়।
৪. সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা হয়। সুদের হার ৭.৬ শতাংশ। এই প্রকল্পে বিনিয়োগ ও অর্জিত সুদ উভয়ই করমুক্ত।
৫. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): ৬০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য এই প্রকল্পে সুদের হার ৮.২ শতাংশ। ৫ বছরের মেয়াদি এই প্রকল্পে বিনিয়োগ ও অর্জিত সুদ করমুক্ত।
৬. ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট: এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে ৫ বছরের জন্য বিনিয়োগ করা হয়। সুদের হার ৬.৭ শতাংশ। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কর ছাড় পাওয়া যায়।
উপরোক্ত প্রকল্পগুলিতে বিনিয়োগ করে করদাতারা ৮০সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারেন। তবে বিনিয়োগের আগে প্রতিটি প্রকল্পের নিয়ম ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত।