Homeশিল্প-বাণিজ্যUPI Lite কী? জানুন সহজ ভাষায় এই নতুন পেমেন্ট সিস্টেমের খুঁটিনাটি

UPI Lite কী? জানুন সহজ ভাষায় এই নতুন পেমেন্ট সিস্টেমের খুঁটিনাটি

প্রকাশিত

ডিজিটাল লেনদেন এখন আর বিলাসিতা নয়, বরং নিত্যদিনের অভ্যাস। UPI (Unified Payments Interface) ইতিমধ্যেই দেশজুড়ে কোটি মানুষের হাতে পৌঁছে গেছে। তবে ছোটখাটো লেনদেনে অনেক সময় সার্ভার ব্যস্ত থাকায় বা নেটওয়ার্ক সমস্যার কারণে পেমেন্টে সমস্যা হয়। সেই সমস্যা কাটাতেই এসেছে UPI Lite

UPI Lite কী?

UPI Lite হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)–এর তৈরি একটি লাইটওয়েট পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে খুব ছোট অঙ্কের টাকা লেনদেন করা যায়, যেখানে প্রতি বার UPI PIN দিতে হয় না। অর্থাৎ, রিচার্জ, কফি শপ, বাস ভাড়া বা ছোটখাটো কেনাকাটায় দ্রুত পেমেন্ট সম্ভব।

কীভাবে কাজ করে?

  • ব্যবহারকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে UPI Lite ওয়ালেট-এ টাকা লোড করেন।
  • এই ওয়ালেটে দিনে সর্বাধিক ₹2,000 রাখা যায়।
  • একবারে সর্বাধিক ₹500 পর্যন্ত পেমেন্ট করা যায়।
  • লেনদেনের জন্য ইন্টারনেট/ব্যাংকের সার্ভার লোড কম লাগে, ফলে ট্রানজাকশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম।

UPI Lite-এর সুবিধা

  1. PIN ছাড়াই দ্রুত লেনদেন – প্রতিবার পিন দিতে হয় না, ফলে ২–৩ সেকেন্ডেই ট্রানজাকশন হয়।
  2. ছোট লেনদেনের জন্য আদর্শ – বাস, অটো, ছোট দোকান, ফাস্টফুডের বিল ইত্যাদিতে দারুণ কাজে লাগে।
  3. কম সার্ভার লোড – ব্যাংকের সার্ভার কম ব্যস্ত হয়, ফলে ট্রানজাকশন ফেল হওয়ার আশঙ্কা কম।
  4. অফলাইন সুবিধা – ভবিষ্যতে UPI Lite অফলাইনে কাজ করবে বলে NPCI জানিয়েছে, অর্থাৎ নেটওয়ার্ক না থাকলেও ছোটখাটো লেনদেন সম্ভব হবে।

সীমাবদ্ধতা

  • একবারে সর্বাধিক ₹500 পর্যন্ত লেনদেন করা যায়।
  • দিনে সর্বাধিক ₹2,000 পর্যন্ত ব্যবহার করা যায়।
  • সব ব্যাংক এখনও এই পরিষেবা চালু করেনি।

কোথায় ব্যবহার করবেন?

Google Pay, PhonePe, Paytm-এর মতো জনপ্রিয় UPI অ্যাপে ইতিমধ্যেই UPI Lite ব্যবহার করা যায়। শুধু ওয়ালেট অ্যাক্টিভেট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লোড করতে হবে।

UPI Lite আসলে ছোটখাটো লেনদেনকে আরও দ্রুত ও ঝামেলাহীন করে তোলার একটি নতুন ধাপ। প্রতিদিনের সাধারণ কেনাকাটায় এটি ব্যবহার করলে সময় এবং ঝামেলা দুটোই বাঁচবে। ভবিষ্যতে সব ব্যাংক ও সব অ্যাপ এই পরিষেবা যুক্ত করলে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।

আরও পড়ুন: এটিএমে বিনামূল্যে লেনদেনের নতুন নিয়ম, মেট্রো শহরে মাত্র ৩ বার, বাড়তি হলেই জানুন চার্জ কত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।