Homeসংস্কৃতিরবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’-র তৃতীয় বর্ষের সূচনা

রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’-র তৃতীয় বর্ষের সূচনা

প্রকাশিত

অজন্তা চৌধুরী

সারা বাংলা রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’-র এ বছরের শুভ সূচনা হল সম্প্রতি। ‘নব রবি কিরণ’-এর কর্ণধার এবং ‘নব নালন্দা সংগীত শিক্ষায়তন’ আয়োজিত এই প্রতিযোগিতা এ বছর তৃতীয় বছরে পড়ল।   

‘গানের ভিতর দিয়ে’ হল রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করে সারা বাংলা রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। শহর থেকে শহরতলি, জেলা থেকে জেলা, ঘর থেকে ঘরে রবীন্দ্রগানে প্রতিভার অন্বেষণ। এমনই ভাবনা নিয়ে পথচলা শুরু করেছিল ‘গানের ভিতর দিয়ে’। ‘নব রবি কিরণ’-এর কর্ণধার এবং ‘নব নালন্দা সংগীত শিক্ষায়তন’-এর অধ্যক্ষ অরিজিৎ মিত্রের উদ্যোগে ২০২১ সালের ৪ ডিসেম্বর সূচনা হয় এই রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার।

গত ২০ জানুয়ারি নালন্দা ভবনে তৃতীয় বর্ষের ‘গানের ভিতর দিয়ে’ রবীন্দ্রসংগীত প্রতিযোগিতার শুভ সূচনা হল। ওই দিন এক সাংবাদিক সম্মেলনে জানা গেল, ‘উন্মেষ’ (১০ থেকে ১৪ বছর), ‘বিকাশ’ (১৫ থেকে ১৮ বছর) এবং ‘ঐশ্বর্য’ (১৯ বছর ও  তার তার ঊর্ধ্বে) এই তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের ‘নব রবি কিরণ’-এর ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার সুযোগ  থাকবে এবং তারা নব নালন্দা রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবেন।

ওই দিনই প্রতিযোগিতার ফর্ম দেওয়া শুরু হয়। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মার্চ। আবেদনপত্র পাওয়া যাচ্ছে নালন্দা ভবন, বাওয়ালি মণ্ডল রোড এবং নব নালন্দা শান্তিনিকেতনে (পশ্চিম পল্লি)। www.nrkevents.com এই ওয়েবসাইটে গিয়ে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করা যাবে। ২৮ এপ্রিল অহীন্দ্র মঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে।

‘গানের ভিতর দিয়ে’ প্রতিযোগিতার তৃতীয় বর্ষের সূচনা-অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপালা বসু সেন, প্রবুদ্ধ রাহা, চন্দ্রাবলি রুদ্র দত্ত, অ্যারিনা মুখার্জি, অরিত্র দাশগুপ্ত, সৈকত শেখরেশ্বর রায়, দীপাবলি দত্ত, সিসপিয়া ব্যানার্জি, শীর্ষ রায় প্রমুখ সংগীতশিল্পী।

ওই অনুষ্ঠানে অরিজিৎ মিত্র বলেন, “দুটো বছর সফলতার সঙ্গে ‘গানের ভিতর দিয়ে’ রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা আয়োজিত হওয়ার পর আজ তৃতীয় বর্ষের শুভ সূচনা হল নালন্দা ভবনে। এই প্রতিযোগিতায় ‘উন্মেষ’, ‘বিকাশ’ এবং ‘ঐশ্বর্য’, এই তিনটি বিভাগ থাকে। কলকাতার প্রথিতযশা সংগীতশিল্পীরা থাকেন বিচারকের আসনে। এ বারও থাকবেন। এই প্রতিযোগিতার কারণ, গ্রামেগঞ্জে অনেক সুপ্ত প্রতিভা আছে কিন্তু তারা তেমন সুযোগ পায় না বলে তাদের প্রতিভার যথাযথ প্রকাশ ঘটে না। আমরা আমাদের স্বল্প পরিসরে চেষ্টা করে চলেছি সে সব সুপ্ত প্রতিভা অন্বেষণের। রবীন্দ্রনাথ আমাদের গৃহ এবং তাকে ছাড়া সংস্কৃতির কোনো কাজ করার কথা ভাবাই যায় না।”

অরিজিৎবাবু আরও বলেন, “আজই সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই শুরু হয়ে গেল আমাদের অনলাইন এবং অফলাইন ফর্ম ডিস্ট্রিবিউশন। বরাবরই বলে আসছি এটা কোনো রিয়েলিটি শো নয়, রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। তাই কে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হল, সেটা বড়ো কথা নয়। আমরা চাই সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করুক।”

আরও পড়ুন

চিত্রসাংবাদিকদের উদ্যোগে কলকাতায় চতুর্থ বর্ষ সরস্বতী পুজো ও চিত্রপ্রদর্শনী

সাম্প্রতিকতম

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...

আরও পড়ুন

আইসিসিআর-এ চলছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত ৭ম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

কলকাতা: দেখতে দেখতে ৭ম বর্ষে পা দিল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব (সিজেসি) আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র...

কালীপুজোর সন্ধ্যায় তপন থিয়েটারে মঞ্চস্থ হবে ‘রঙ্গ’-র ‘বিশ্বরূপম’

অজন্তা চৌধুরী পুনরায় মঞ্চে ফিরছেন নাট্যঅভিনেতা-নির্দেশক কৌশিক কর। ২০১০ সালে মিনার্ভা রেপারেটরি থিয়েটারে তরুণ এই...

মালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর  

নিজস্ব প্রতিনিধি: মালঞ্চের ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত এক বিচিত্রানুষ্ঠানে সংগীত পরিবেশন করল ‘বিকেলে...