Homeসংস্কৃতিনৃত্য-রাগসংগীত-লোকসংগীতে জমে উঠল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের 'মূর্চ্ছনা ২০২৪'

নৃত্য-রাগসংগীত-লোকসংগীতে জমে উঠল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৪’

প্রকাশিত

পাপিয়া মিত্র

বড়িশার অন্তর্গত শীলপাড়া কালীকিংকর ভবনের দুর্গাদালানে অনুষ্ঠিত হল ‘মূর্চ্ছনা ২০২৪’। আয়োজনে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। 

সাবর্ণ সংগ্রহশালার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দুর্গাদালানে মেলবন্ধন ঘটল নবীনের সঙ্গে প্রবীণের। সংগীতের সঙ্গে নৃত্য ও বাদ্যের। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন নিউ আলিপুর কলেজের অধ্যাপক নীলা সরকার, সহযোগী হন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সহ-সভাপতি স্বপন রায়চৌধুরী। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ঠাকুরদালানে এক শুভ বার্তা ছড়িয়ে যায়। মাঙ্গলিক আচরণের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সান্ধ্যকালীন সংগীতময় বৈঠক। 

sabarna 1 11.06

নৃত্য পরিবেশন অর্পিতা পাণ্ডে রায়চৌধুরী ও নন্দিতা মণ্ডলের।

মঞ্চে ডেকে নেওয়া হয় তিন নবীন নৃত্যশিল্পীকে। চন্দনের তিলকে তাঁদের সম্মাননা জানানো হয় পরিবার পরিষদের পক্ষ থেকে। ওড়িশি নৃত্যের ‘মঙ্গলাচরণ’ পরিবেশন করেন মহাশ্বেতা রায়চৌধুরী। ‘কলাবতী’ রাগের তারানা পরিবেশিত হয় অর্পিতা পাণ্ডে রায়চৌধুরী ও নন্দিতা মণ্ডলের নৃত্যশৈলীর মাধ্যমে। প্রখর দগ্ধ তাপে শিল্পীত্রয়ের শিল্প নিবেদনে কোনো খামতি দেখা যায়নি।

swabarna 3 11.06

শাস্ত্রীয় সংগীত পরিবেশনে আবীরা মুখোপাধ্যায়।

এর পর মঞ্চে আসেন শাস্ত্রীয় সংগীতশিল্পী আবীরা মুখোপাধ্যায়। তাঁকে সংগত করেন হারমোনিয়ামে পণ্ডিত দেবপ্রসাদ দে ও তালবাদ্যে পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিন শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করা হয় একই পদ্ধতিতে। ঠুমরী, দাদরা ও কাজরী পরিবেশনে শিল্পীর পরিশীলিত চর্চার পরিচয় মেলে। আসেন খেয়াল শিল্পী সুভাঞ্জন চক্রবর্তী। সংগতে ছিলেন পূর্ববর্তী দুই সহযোগী শিল্পী। ধ্রুপদী অনুষ্ঠানের মান বরাবর যেমন দেখিয়ে এসেছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, এবারও তার ব্যতিক্রম হয়নি। 

অনুষ্ঠানের শেষ চমক ছিল লোকগীতি। এখানেই নবীনের সঙ্গে প্রবীণের মেলবন্ধন ঘটল। ঐতিহ্যময় বাউলগানে ছিলেন শিল্পী পূর্ণ চন্দ্র বাউল। উষ্ণ আবহাওয়ায় এতক্ষণ সময় ধরে যাঁর জন্য অপেক্ষা তিনি উজাড় করে দিলেন বাউল গানের রসদ। একে একে পরিবেশন করলেন, ‘তুমি বাউল বেশে আসবে বলে’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘মিলন হবে কত দিনে’, ‘ওই কে আনিল রে, কোথায় ছিল রে’, সবাই ভালো থেকো, সুখে থেকো এখন বিদায় নিয়ে যাই’।

sabarna 2 11.06 1

ভাষণ দিচ্ছেন সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী।

পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাবর্ণ সংগ্রহশালার ঐতিহ্য ও ব্যাপ্তির কথা বললেন। বললেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের কাজের কথাও। দেবর্ষিবাবু জানালেন, নিউ আলিপুর কলেজের সঙ্গে আগামী দু’ বছরের মৌ-চুক্তি স্বাক্ষর হয়েছে পরিবার পরিষদের।

সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন তরুণ বসু ও তুলিকা রায়।

ছবি: পাপিয়া মিত্র

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন মনোজ মিত্র

কলকাতা: নাট্যকার-অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। ৮৬ বছর বয়সে ‘বাঞ্ছারামের বাগান’ শূন্য করে চলে গেলেন...

ভ্রামণিক আলোকচিত্রী আশিস সুরের স্থিরচিত্র প্রদর্শনী অ্যাকাডেমিতে

সঞ্জয় হাজরা প্রখ্যাত আলোকচিত্রী আশিস সুরের স্থিরচিত্র প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। প্রদর্শনী...

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

খবর অনলাইন ডেস্ক: ২০২৪-এ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। মানবজীবন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে