Homeসংস্কৃতিনৃত্য-রাগসংগীত-লোকসংগীতে জমে উঠল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের 'মূর্চ্ছনা ২০২৪'

নৃত্য-রাগসংগীত-লোকসংগীতে জমে উঠল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৪’

প্রকাশিত

পাপিয়া মিত্র

বড়িশার অন্তর্গত শীলপাড়া কালীকিংকর ভবনের দুর্গাদালানে অনুষ্ঠিত হল ‘মূর্চ্ছনা ২০২৪’। আয়োজনে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। 

সাবর্ণ সংগ্রহশালার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার দুর্গাদালানে মেলবন্ধন ঘটল নবীনের সঙ্গে প্রবীণের। সংগীতের সঙ্গে নৃত্য ও বাদ্যের। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন নিউ আলিপুর কলেজের অধ্যাপক নীলা সরকার, সহযোগী হন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সহ-সভাপতি স্বপন রায়চৌধুরী। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ঠাকুরদালানে এক শুভ বার্তা ছড়িয়ে যায়। মাঙ্গলিক আচরণের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সান্ধ্যকালীন সংগীতময় বৈঠক। 

sabarna 1 11.06

নৃত্য পরিবেশন অর্পিতা পাণ্ডে রায়চৌধুরী ও নন্দিতা মণ্ডলের।

মঞ্চে ডেকে নেওয়া হয় তিন নবীন নৃত্যশিল্পীকে। চন্দনের তিলকে তাঁদের সম্মাননা জানানো হয় পরিবার পরিষদের পক্ষ থেকে। ওড়িশি নৃত্যের ‘মঙ্গলাচরণ’ পরিবেশন করেন মহাশ্বেতা রায়চৌধুরী। ‘কলাবতী’ রাগের তারানা পরিবেশিত হয় অর্পিতা পাণ্ডে রায়চৌধুরী ও নন্দিতা মণ্ডলের নৃত্যশৈলীর মাধ্যমে। প্রখর দগ্ধ তাপে শিল্পীত্রয়ের শিল্প নিবেদনে কোনো খামতি দেখা যায়নি।

swabarna 3 11.06

শাস্ত্রীয় সংগীত পরিবেশনে আবীরা মুখোপাধ্যায়।

এর পর মঞ্চে আসেন শাস্ত্রীয় সংগীতশিল্পী আবীরা মুখোপাধ্যায়। তাঁকে সংগত করেন হারমোনিয়ামে পণ্ডিত দেবপ্রসাদ দে ও তালবাদ্যে পীযূষ বন্দ্যোপাধ্যায়। তিন শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করা হয় একই পদ্ধতিতে। ঠুমরী, দাদরা ও কাজরী পরিবেশনে শিল্পীর পরিশীলিত চর্চার পরিচয় মেলে। আসেন খেয়াল শিল্পী সুভাঞ্জন চক্রবর্তী। সংগতে ছিলেন পূর্ববর্তী দুই সহযোগী শিল্পী। ধ্রুপদী অনুষ্ঠানের মান বরাবর যেমন দেখিয়ে এসেছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, এবারও তার ব্যতিক্রম হয়নি। 

অনুষ্ঠানের শেষ চমক ছিল লোকগীতি। এখানেই নবীনের সঙ্গে প্রবীণের মেলবন্ধন ঘটল। ঐতিহ্যময় বাউলগানে ছিলেন শিল্পী পূর্ণ চন্দ্র বাউল। উষ্ণ আবহাওয়ায় এতক্ষণ সময় ধরে যাঁর জন্য অপেক্ষা তিনি উজাড় করে দিলেন বাউল গানের রসদ। একে একে পরিবেশন করলেন, ‘তুমি বাউল বেশে আসবে বলে’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘মিলন হবে কত দিনে’, ‘ওই কে আনিল রে, কোথায় ছিল রে’, সবাই ভালো থেকো, সুখে থেকো এখন বিদায় নিয়ে যাই’।

sabarna 2 11.06 1

ভাষণ দিচ্ছেন সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী।

পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সাবর্ণ সংগ্রহশালার ঐতিহ্য ও ব্যাপ্তির কথা বললেন। বললেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের কাজের কথাও। দেবর্ষিবাবু জানালেন, নিউ আলিপুর কলেজের সঙ্গে আগামী দু’ বছরের মৌ-চুক্তি স্বাক্ষর হয়েছে পরিবার পরিষদের।

সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন তরুণ বসু ও তুলিকা রায়।

ছবি: পাপিয়া মিত্র

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

অজন্তা চৌধুরী সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম রেওয়া সারস্বত সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক...

রবিবার সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৪’-এ থাকছে রাগসংগীত ও লোকগীতির বৈঠক  

কলকাতা: প্রতি বছরের মতো এবারেও সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজন করছে সংগীতের আসর...

গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্রজগতের কিংবদন্তি সত্যজিৎ রায়। তবে শুধু চলচ্চিত্রজগতই নয়, বাংলা সাহিত্যজগতেও তিনি...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?