Homeসংস্কৃতিগোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্রজগতের কিংবদন্তি সত্যজিৎ রায়। তবে শুধু চলচ্চিত্রজগতই নয়, বাংলা সাহিত্যজগতেও তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। এককথায়, সত্যজিৎ রায় বাঙালির আবেগ। সেই সত্যজিৎ রায়ের সৃষ্টি নিয়ে গোর্কি সদনে আয়োজিত হয়েছে এক প্রদর্শনী – ‘শুধুই সত্যজিৎ’।       

এই প্রদর্শনীর মূল আয়োজক ‘কলকাতা কথকতা’ এবং ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’। ২০১৬ থেকেই নানা বিষয়ে প্রদর্শনী করে আসছে ‘কলকাতা কথকতা’। কলকাতা শহরের সংগ্রাহক, গবেষক, লেখকেরা এর সঙ্গে যুক্ত। এ বার এই প্রদর্শনীতে ‘কলকাতা কথকতা’র সঙ্গে যুক্ত হয়েছে ‘আইজেনস্টাইন সিনে ক্লাব’। এই প্রদর্শনীতে বিশেষ ভাবে সহযোগিতা করেছে ‘সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ সত্যজিৎ রায় আর্কাইভস’।  

বৃহস্পতিবার বিকেল ৪টেয় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। রোজ বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনী চলবে শনিবার ১৮ মে পর্যন্ত।         

অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি গোস্বামী, অনিন্দ্য কর, ফাল্গুনী দত্ত রায়, উৎপল সান্যাল, জয়ন্ত ঘোষ, মলয় সরকার, সৌভিক মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উজ্জ্বল সর্দার, চন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখের সত্যজিৎ বিষয়ক সংগ্রহ প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীতে দর্শকরা দেখতে পাবেন ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির গোল তাস, ‘হীরক রাজার দেশে’র দোতারা, ‘ঘরে বাইরে’ ও ‘শতরঞ্জ কে খিলাড়ি’ ছবির ‘প্রপ’, ‘সোনার কেল্লা’ ও ‘জন অরণ্য’ ছবির চিত্রনাট্যের অংশ, নানা ছবির লবি কার্ড, বুকলেট, পোস্টার, বিজ্ঞাপন, নিমাই ঘোষ ও অসিত পোদ্দারের তোলা ছবি, সত্যজিতের লেখা চিঠি, স্কেচ, প্রচ্ছদচিত্র, বই, পত্রিকা, ক্যালেন্ডার ইত্যাদি।   

‘শুধুই সত্যজিৎ’ প্রদর্শনী দেখে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকুন।

আরও পড়ুন 

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।