Homeবিনোদনঅশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। তৈরি করেছেন ‘হেমন্তের অপরাহ্ন’। বুধবার এই ছবির পোস্টার উন্মোচন হল আইসিসিআর-এ। পোস্টার উন্মোচন করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র গৌতম ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অশোক বিশ্বনাথন, অন্যতম প্রযোজক অমিত আগরওয়াল এবং ছবির তারকা অভিনেতা-অভিনেত্রীরা। কোভিড অতিমারির সময়ে আমাদের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, একই সঙ্গে ইউক্রেন ও পশ্চিম এশিয়ার যুদ্ধ যে ভাবে বিশ্বের পরিবেশে প্রভাব ফেলেছে, তারই গতিশীল এবং নাটকীয় দলিল এই ‘হেমন্তের অপরাহ্ন’।

এই ছবির একটা অন্য দিকও রয়েছে। ছবির অনেকটা অংশই জুড়ে রয়েছে নাটকের মঞ্চ। ছবির পর্দাতেই দেখা যাবে মঞ্চের অভিনয়। আগামী জুনে এই ছবি মুক্তি পাবে।

কী বললেন অশোক বিশ্বনাথন ও অমিত আগরওয়াল

অনুষ্ঠানে ছবির পরিচালক ও অন্যতম প্রযোজক অশোক বিশ্বনাথন বলেন, “এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। কোভিডের সময়টাকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে নাট্যমঞ্চের পিছনের জগতের অনুসন্ধান করা হয়েছে। কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে শিল্পীদের যেতে হয় তা দেখানো হয়েছে এই ছবিতে। ফিল্‌ম ও নাটকের পিছনে যে সব ঘটনা ঘটে চলেছে, তার সঙ্গে জড়িত মানুষজন কী ভাবে খাপ খাওয়ান, সেটাই এই ছবির চিত্রনাট্যের বিষয়বস্তু। উদ্বেগ ও মানসিক ভাবে ভেঙে পড়া যে সাম্প্রতিককালে মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে, সেই বিষয়টিও এই চলচ্চিত্রের অন্যতম মূল থিম।”

এই চলচ্চিত্র তৈরি করার ব্যাপারে বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক অমিত আগরওয়ালকে পাশে পাওয়ায় খুবই আনন্দ প্রকাশ করেন অশোক বিশ্বনাথন। তিনি বলেন, “বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক অমিত আগরওয়ালের সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমি খুব খুশি। অমিতবাবু ভাষা ও প্রজন্ম নির্বিশেষে দর্শকদের জন্য বিভিন্ন ধরনের চলচ্চিত্র এনে বিপুল জনপ্রিয় হয়েছে।”

মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় অমিত আগরওয়াল বলেন, “যদিও এই চলচ্চিত্রে এক বয়স্ক নিঃসঙ্গ বিপত্নীক মানুষের একাকিত্বের যন্ত্রণা দেখানো হয়েছে, অশোক বিশ্বনাথন খুব আকর্ষণীয় ভাবে লুইগি পিরানদেলোর একটি নাটককে সমান্তরাল প্রেক্ষাপট হিসাবে ব্যবহার করেছেন। এই প্রেক্ষাপটই সেই নিঃসঙ্গ বিপত্নীক মানুষটির জীবনে নতুন দিশা দেখায়। তার ফলে এই অতিমারি, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তিনি জীবনকে দেখেন, এক মহিলা সহকর্মী এবং অজানা কাল্পনিক মহিলাদের প্রতি আকর্ষণ বোধ করেন। আমাকে এটা বলতেই হবে যে অশোকদা একটা বিভিন্ন ধরনের উপাদান নিয়ে একটা ভিন্ন ধরনের ফিল্‌ম তৈরি করেছেন। এই ফিল্‌ম শুধু তাঁর চলচ্চিত্রের দর্শকই, সামগ্রিক ভাবে বাংলা চলচ্চিত্র দর্শকের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে।

চলচ্চিত্রে কুশীলব কারা

এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায় এবং সত্যপ্রিয় মুখোপাধ্যায়। পার্শ্ব ভূমিকায় রয়েছেন বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী। সংগীত পরিচালনা করেছেন গৌরব চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছে ‘লক্ষ্মীছাড়া’র গান। সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘ্যকমল মিত্র। আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রডাকসন্স-এর তরফে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন ‘হেমন্তের অপরাহ্ন’ চলচ্চিত্র যৌথ ভাবে প্রযোজনা করেছেন।

আরও পড়ুন

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর, পরিচালকের ‘অনিচ্ছাকৃত’ দাবি খারিজ করলেন অভিনেত্রী

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে অভিনেত্রীর এফআইআর দায়ের। পরিচালক দাবি করেছেন ঘটনা অনিচ্ছাকৃত, তবে অভিনেত্রী তাঁর বক্তব্য সরাসরি খারিজ করেছেন।

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?