কলকাতা: আজ সকালে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। যদিও এই বৃষ্টি ঠান্ডা ফেরানোর পক্ষে যথেষ্ট নয়, তবে আর্দ্রতার কারণে তৈরি হওয়া অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা স্বস্তি পেতে পারে সোমবার থেকে।
তাপমাত্রার পূর্বাভাস
সর্বোচ্চ তাপমাত্রা: ৩০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা: ফের কমে ১৬-১৭ ডিগ্রির আশেপাশে নামার সম্ভাবনা রয়েছে।
আর্দ্রতা: উচ্চমাত্রায় থাকার কারণে দুপুরের দিকে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।
কবে ফিরবে ঠান্ডা?
আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা আরও কিছুদিন একই রকম থাকতে পারে। তবে অন্তত ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত তীব্র গরম পড়ার সম্ভাবনা নেই। রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও দিনের তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকবে।
পূর্বাভাস
সোমবার থেকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।
তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক থাকবে, তবে বৃষ্টি আর তেমন হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, ফলে সকালের দিকে সামান্য কুয়াশা পড়তে পারে।
রাজ্যে এখনই গ্রীষ্মের তাপপ্রবাহ শুরু হবে না, তবে ধাপে ধাপে শীত বিদায় নিতে চলেছে। সকালের সামান্য বৃষ্টি অস্বস্তি কিছুটা কমালেও, আর্দ্রতার ফলে দিনের দিকে গরম লাগতে পারে। তাই বাইরে বের হওয়ার সময় হালকা আরামদায়ক পোশাক পরাই ভালো।