Homeসংস্কৃতি২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

২০২৪-এর রেওয়া সারস্বত সন্মাননা পেলেন সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

প্রকাশিত

অজন্তা চৌধুরী

সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম রেওয়া সারস্বত সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর রেওয়ার পক্ষ থেকে সারস্বত সম্মাননা ২০২৪ প্রদান করা হয় ‘জি বাংলা’র ‘সারেগামা’খ্যাত সংগীতশিল্পী অরিত্র দাশগুপ্তকে। উল্লেখ্য, অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা বসু, রুনা দাশগুপ্ত, অভিজিৎ দাশগুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, রিনা গিরি, দীপিকা তরফদার, সরমা সেন এবং দীপা দাস। অতিথিদের রেওয়ার পক্ষ থেকে এ দিন সন্মাননা জ্ঞাপন করা হয়।

এ দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেওয়া সারস্বত সম্মান প্রাপক অরিত্র দাশগুপ্ত। তাঁর পরিবেশিত ‘কাহারবা নয় দাদরা বাজাও’, ‘বলো কি আছে গো তোমারি আঁখিতে’ গানগুলো মুগ্ধ করে শ্রোতাদের। অতিথি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, দেবাদৃত চট্টোপাধ্যায়, অনুশীলা বসু, দীপা দাস এবং সরমা সেন। আবৃত্তি পরিবেশন করেন রিনা গিরি।

এ দিন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন কাউন্সেলিং সাইকোলোজিস্ট  দীপিকা তরফদার। এ ছাড়াও এ দিন সংগীত পরিবেশনে ছিলেন পারমিতা দত্ত রায়, সুজাতা সোম, জয়িতা বল চ্যাটার্জি, সোহম সেনগুপ্ত, মহুয়া শীল, গোপা গুপ্ত এবং শুক্লা ব্যানার্জী। সমবেত সংগীত পরিবেশনে ছিল ‘গসিপ্‌স’ এবং নবনালন্দা সংগীত শিক্ষায়তন।

এ দিন নৃত্য পরিবেশন করেন শর্মিলি বিশ্বাস, প্রজ্ঞাবন্তী ব্যানার্জি বিশ্বাস এবং মধুমিতা জয়া ঘোষ। বাদ্যযন্ত্রে ছিলেন মলয় দাস, রানা দত্ত, তরুণ দাস এবং অমিত শিকদার। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু ও শ্যামা ভট্টাচাৰ্য। শব্দ প্রক্ষেপণে হাসি পাঞ্চাল।  সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রেওয়ার যুগ্ম সম্পাদক নির্মাল্য বিশ্বাস, প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী এবং সেক্রেটারি জয়িতা বল।

আরও পড়ুন

অনুষ্ঠিত হল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র চূড়ান্ত পর্ব

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।