Homeসংস্কৃতিঅনুষ্ঠিত হল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘গানের...

অনুষ্ঠিত হল ‘নব রবি কিরণ’ ও ‘নব নালন্দা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র চূড়ান্ত পর্ব

প্রকাশিত

অজন্তা চৌধুরী  

সারা বাংলা রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা ‘গানের ভিতর দিয়ে’র ফাইনাল অনুষ্ঠিত হল গত ২ মে, অহীন্দ্র মঞ্চে। তৃতীয় বর্ষের এই সংগীত প্রতিযোগিতার যৌথ উদ্যোক্তা ‘নব রবি কিরণ’ এবং ‘নব নালন্দা সংগীত শিক্ষায়তন’। তিনশোরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

এই প্রতিযোগিতার তিনটি বিভাগ ছিল – ১০ বছর থেকে ১৪ বছর বয়সিদের জন্য ‘উন্মেষ’, ১৫ বছর থেকে ১৮ বছর বয়সিদের জন্য ‘বিকাশ’ এবং ১৯ বছর ও তার ঊর্ধ্বে যাঁরা তাঁদের জন্য ‘ঐশ্বর্য’। অনলাইন বাছাইপর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে চুলচেরা বিচারের পর ৩৫ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্যায়ের জন্য বেছে নেওয়া হয়। ফাইনালের আগে প্রস্তুতিপর্ব হিসেবে ছিল প্রতিযোগীদের গ্রুমিংও।  

এ দিন সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন জয়তী চক্রবর্তী, অলক রায়চৌধুরী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অপলা বসু সেন, প্রবুব্ধ রাহা, অদিতি গুপ্ত, শমীক পাল। ‘উন্মেষ’ বিভাগে প্রথম অভিরূপ মাইতি, দ্বিতীয় আপ্তদূতী দাশগুপ্ত, তৃতীয় ঈশান মিত্র। এই বিভাগে ‘সুরের সাথি’ সম্মানে সম্মানিত করা হয় তন্বিষ্ঠা সেনগুপ্তকে। ‘বিকাশ’ বিভাগে প্রথম শতভিষা মিশ্র, দ্বিতীয় শ্রিয়াঙ্কা মিশ্র এবং তৃতীয় রিতিকা চ্যাটার্জি। ‘সুরের সাথি’ পুরস্কার পান অহনা চক্রবর্তী। ‘ঐশ্বর্য’ বিভাগে প্রথম হন নেহা রানা, দ্বিতীয় চন্দ্রিমা ভট্টাচার্যি, তৃতীয় দেয়াসিনী ঘোষ এবং ‘সুরের সাথী’ পুরস্কার পান দিয়া দাস।

প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানধিকারীরা ‘নব রবি কিরণ’-এর ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার সুযোগ পাবেন এবং ‘নব নালন্দা’র রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবেন। এ বছর থেকে প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীদের জন্য থাকছে একটি বিশেষ প্রাপ্তি। একটি অডিও অ্যালবাম করার সুযোগ। সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির পরিচালনায় ‘নব রবি কিরণ’-এর পক্ষ থেকে প্রকাশিত হবে প্রথম স্থানাধিকারীদের নিয়ে ওই অডিও অ্যালবাম।

আরও পড়ুন

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: বাজিমাত বেঙ্গালুরুর, শর্ত পূরণ করে চেন্নাইকে হারিয়ে চলে গেল প্লে-অফে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): ২১৮-৫ (ফাফ দু প্লেসি ৫৪, বিরাট কোহলি ৪৭, শার্দুল...

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

খবর অনলাইন ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে...

বর্ষাকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসার জন্য চলতি গরম খুব গুরুত্বপূর্ণ, সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা

শ্রয়ণ সেন বর্ষার দামামা বেজে গিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ১৯ মে, রবিবার বর্ষা প্রবেশ করে...

আরও পড়ুন

গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্রজগতের কিংবদন্তি সত্যজিৎ রায়। তবে শুধু চলচ্চিত্রজগতই নয়, বাংলা সাহিত্যজগতেও তিনি...

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

অজন্তা চৌধুরী বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি...

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...