Homeদুর্গাপার্বণট্যাংরা ঘোলপাড়ার এ বারের পুজোর থিম ‘দান’, সচেতন করা হচ্ছে অঙ্গদান সম্পর্কে...

ট্যাংরা ঘোলপাড়ার এ বারের পুজোর থিম ‘দান’, সচেতন করা হচ্ছে অঙ্গদান সম্পর্কে   

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: এ বার পুজোয় অঙ্গদানের মতো সামাজিক বার্তা দিচ্ছে ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ট্যাংরা ঘোলপাড়ার পুজোর এ বার ১০৪তম বছর। তাদের এ বারের থিমের নাম ‘দান’।     

পুজো কমিটির কর্মকর্তা সমীর ঘোষ বলেন, রক্তদান নিয়ে আমাদের সমাজে যে উদ্যোগ, যে আগ্রহ দেখা যায় তার সিকিভাগও অঙ্গদানের ক্ষেত্রে দেখা যায় না। অথচ অঙ্গ প্রতিস্থাপনের আশায় হাসপাতালের বিছানায় শুয়ে কড়িকাঠ গুনে দিন কাটে বহু রোগীর। কারও দরকার চোখ, কারও বা কিডনি কিংবা লিভার। কেউ বা হাত-পা প্রতিস্থাপনের প্রত্যাশায় অপেক্ষা করে। সময়মতো অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা না হলে মলিন মুখগুলোকে আরও মলিনতর দেখায়। দিন যায়, রাত যায়, মাস পেরিয়ে বছর ঘোরে – অন্তহীন অপেক্ষার প্রহর গোনা শেষ হয় না।  

সমীরবাবুর কথায়, “পুরাণমতে, সিদ্ধিবিনায়ক গণেশের শিরশ্ছেদের পর দেবাদিদেব মহাদেব দ্বারা হাতির মাথা লাগানোর কাহিনিই প্রথম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা। অথচ অঙ্গদানের বিষয় আমরা এখনও কয়েক যোজন দূরে। গোটা পৃথিবীর তুলনায় বাংলা এখনও অঙ্গদানে অনেক পেছনের সারিতে। অদ্ভুত এক মানসিকতা আমাদের। বিজ্ঞানের সাহায্যে বহু প্রতিবন্ধকতাকে আমরা দূর করেছি। কিন্তু এখনও বহু জনের মনের অন্ধবিশ্বাস, অঙ্গদানে পরজন্মে নাকি অঙ্গহানি হয়। এই অবাস্তব কল্পনাকে ভেঙে চুরমার করতেই ১০৪তম বছরে আমাদের ট্যাংরা ঘোলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিবেদন, ‘মরণোত্তর অঙ্গদানে পূর্ণ হোক জীবনের জয়গান’।”

সমীরবাবুর সঙ্গে কথা বলে জানা গেল, এ বছর ট্যাংরা ঘোলপাড়ার মণ্ডপ একটি হাসপাতালের প্রতিরূপ হিসাবে তুলে ধরা হবে। মডেলের মাধ্যমে অপারেশন থিয়েটার, অস্ত্রোপচাররত ডাক্তার, রোগী, শয্যা, ওষুধ, ওষুধের দোকান ইত্যাদি তুলে ধরা হবে। গ্রিন করিডরের মাধ্যমে আসা কোনো সহৃদয় পরিবারের দান করা চোখ দিয়ে এক দৃষ্টিহীন মেয়ের প্রথম বার দশভুজা দর্শনের এক অনাবিল আত্মতৃপ্তিও দেখানো হবে।

ট্যাংরা ঘোলপাড়ার এই থিম সৃজনের দায়িত্বে রয়েছেন সম্রাট ভট্টাচার্য। থিমশিল্পী সম্রাটবাবু বলেন, “ট্যাংরা ঘোলপাড়ার পুজোয় অঙ্গদানের মতো সামাজিক বার্তা থিমের মাধ্যমে তুলে ধরেছি। কারণ আমাদের দেশ এখনও অঙ্গদান নিয়ে সে ভাবে সচেতন নয়। অঙ্গদানের প্রতি সচেতনতা যাতে বাড়ে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছি। হাসপাতালে যেখানে দেবতা থাকেন সেখানেই মাতৃপ্রতিমা থাকবে। ভিজ্যুয়াল এফেক্টের মাধ্যমে মডেলের সাহায্যে দেখানো হবে একটি দৃষ্টিহীন বাচ্চা মেয়ে অঙ্গদানের মাধ্যমে পাওয়া চোখ দিয়ে প্রথম বার দুর্গা দর্শন করছে। পুরোটাই ভাস্কর্যের মাধ্যমে দেখানো হবে। হাসপাতালের পরিমণ্ডলে চিকিৎসা সরঞ্জাম থাকবে। থিমের আদলেই সামঞ্জস্য রেখে মায়ের সাবেকি সনাতনী রূপ। মা বসে আছেন, অভয় দিচ্ছেন এমন ভঙ্গিমা।”

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

৮৭তম বছরে কাঁকুড়গাছি মিতালির দুর্গাপুজো তুলে ধরছে ‘ইচ্ছে’-র কাহিনি

আগমনী গান গেয়ে মা দুর্গার আবাহন করা হয় বড়জোড়ার গুপ্ত পরিবারে

৬২তম বর্ষে ‘আগামীর বাংলা’ তুলে ধরবে ঢাকুরিয়ার বাবুবাগান  

 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।