Homeকলকাতার পুজোদুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন...

দুর্গোৎসব ২০২৪: ৫১’র মাধ্যমে জীবনের জয়গান গাওয়ার বার্তা দিচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দ

প্রকাশিত

দুগ্গামায়ের আসার খবরে আনন্দে মেতে উঠেছে আট থেকে আশির মন। প্রতি বছর নিত্য নতুন থিমে চমক লাগায় উত্তর কলকাতার কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দর পুজো। দুর্গাপুজোর ২২তম বর্ষে তাদের থিম ‘৫১ হোক জীবনের জয়গান’। শিল্পী রূপচাঁদ কুণ্ডু।

পুজোর কর্মকর্তা কার্তিক রায় জানান, “আমাদের পঞ্চভূতের মান শরীরে পঞ্চাশটি প্রধান অংশ, বাকি একটি অংশ যা গোপনে রয়েছে তা হল তৃতীয় নেত্র, তাকে জাগ্রত করতে হয়। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। ক্রুদ্ধ দেবাদিদেব মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডবনৃত্য শুরু করেন। ভগবান বিষ্ণু জগৎসংসারকে রক্ষার জন্য সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ ৫১টি টুকরো করে ফেলেন। সেই ৫১টি টুকরো যেখানে পড়েছে বলে মনে করা হয় তা আজ ৫১ সতীপীঠ হিসাবে বিখ্যাত। অন্যদিকে, একান্ন কথার অর্থ, এক + অন্ন = একান্ন অর্থাৎ এক হাঁড়িতে অনেকের জন্য অন্ন।”

কার্তিকবাবুর কথায়, “একসময় একান্নবর্তী পরিবারে হাঁড়ি বা রান্নাঘর এক ছিল। পরবর্তীকালে সামাজিক ও অর্থনৈতিক কারণে একান্নবর্তী পরিবারগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমাদের কাছে ‘একান্ন কথা’ ৫১ সংখ্যা বিশেষ তাৎপর্যপূর্ণ। পঞ্চভূতের শরীর আর উন্নত মন নিয়ে এই প্রকৃতিতে সকলে একসাথে মিলেমিশে থাকাটাই জীবনের উৎসব বা প্রকৃত অর্থে মা দুর্গার উৎসব বলে আমরা মনে করি।”

ইট লোহা সিমেন্ট কংক্রিটের তৈরি মণ্ডপের মাধ্যমে সেই বার্তাই দিতে চাইছে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিমের পুজো।

কোথায় এই মণ্ডপ

উল্টোডাঙার মোড় থেকে নজরুল ইসলাম সরণি তথা ভিআইপি রোড ধরে এগিয়ে গেলে লেকটাউন, বাঙুরের পর কেষ্টপুর। ভিআইপি রোড পেরিয়ে প্রফুল্ল কানন রোড ধরে আধ কিমি মতো এগিয়ে গেলে বাঁদিকে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসীবৃন্দের পুজোমণ্ডপ।

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: এবার কোহিনূরের ইতিহাসে জ্বলজ্বল করবে বেলেঘাটা ৩৩ পল্লির মণ্ডপ

দুর্গোৎসব ২০২৪: ৭৫ বছরে ‘উমাকে পাড়ে’ নিয়ে আসার বার্তা দিচ্ছে ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন

দুর্গোৎসব ২০২৪: ৮২ বছরে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির থিম ‘শুদ্ধি’, দলিতদের অধিকার প্রতিষ্ঠার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।