Homeদুর্গাপার্বণজমিদারি চলে গেলেও ঐতিহ্য হারায়নি জয়নগর মিত্রবাড়ির ৩০০ বছরের পুজোর

জমিদারি চলে গেলেও ঐতিহ্য হারায়নি জয়নগর মিত্রবাড়ির ৩০০ বছরের পুজোর

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দেখতে দেখতে জয়নগর মিত্রবাড়ির পুজো ৩০০ বছরে পা দিল এ বারে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাঝের মিত্রবাড়ির পুজোর এ বার ৩০০ বছর।

এই পুজো শুরু হয়েছিল কৃষ্ণমোহন মিত্রের আমল থেকে। কৃষ্ণমোহন মিত্র ইংরেজ সরকারের কাছে কাজ করতেন। পাশাপাশি ইংরেজদের কাছ থেকে তিনি জমিদার স্বীকৃতি পান। তার পর থেকেই জয়নগরে জমিদারিত্বের বিস্তার। এই জমিদারিত্বে সেই থেকেই পুজো চলে আসছে। চাকচিক্য আলোর রোশনাইয়ে ভরে উঠত চারিদিক। সেই সকল এখন অতীত। জমিদারিত্ব হারিয়ে গিয়েছে বটে, কিন্তু মা দুর্গার পুজা রীতি মেনেই হয়ে আসছে। অর্থের অভাবে পুজোর উপচারে ভাটা পড়েনি এখনও।

তবে স্বাভাবিক ভাবেই জৌলুস চাকচিক্যে ভাটা পড়েছে। জমিদারিত্ব ছিল, সে সময়ে মানুষ ভুরিভোজও পেত। সেই সবে এখন ভাটা পড়ে গিয়েছে। কর্মসূত্রে এই মিত্রবাড়ির সদস্যরা কেউ কলকাতায় থাকেন বা কেউ কলকাতার বাইরে থাকেন। কিন্তু পুজোর সময় পঞ্চমীর দিন থেকেই সকলে এই দুর্গাপুজোয় যোগ দিয়ে থাকেন।

মিত্রবাড়ির সপরিবার দুর্গার কাঠামোয় বিশেষত্ব আছে – তিনচালা – লক্ষ্মী ও গণেশ একচালা, কার্তিক ও সরস্বতী একচালা, মা দুর্গা একচালা – এই তিনচালা মিলিয়ে এক কাঠামো। মিত্রবাড়ির যিনি মৃৎশিল্পী রয়েছেন, তিনি বংশপরম্পরায় এই মিত্রবাড়ির মা দুর্গার মূর্তি তৈরি করে আসছেন।

পরিবারের লোকজন জানালেন, তৎকালীন সময়ে পুজো চলত টানা এক মাস ধরে। এক মাস আগে থেকেই মায়ের বোধন শুরু হত। বাড়িতে আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলার জন্য তৎকালীন সময়ে হ্যাজাক লাইট ব্যবহার করা হত। আর এখন পুজো চলে পঞ্চমী থেকে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, এই পুজোয় দশমীর দিন দুপুরে প্রতিমা বিসর্জন হয়। আর

পুজো দেখতে আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লোকালে, নামতে হবে জয়নগর-মজিলপুর স্টেশনে। সেখান থেকে রিকশা করে ১০ মিনিটে পৌঁছে যান মিত্রপাড়ায়।

আরও পড়ুন: ১৪২ বছর ধরে সব প্রথা মেনে পুজো হয়ে আসছে বলরাম দে স্ট্রিটের দত্তবাড়িতে   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।