Homeদুর্গাপার্বণদক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

প্রকাশিত

মহাকাব্যে, পুরাণে, ইতিহাসে বারবার নানাভাবে জ্বলে-পুড়ে খাক হয়েছেন নারীরা। সীতাকেও দিতে হয়েছিল অগ্নিপরীক্ষা। তাতে তাঁর দেহ না জ্বললেও আত্মসম্ভ্রম পুড়ে খাক হয়েছে। আবার দ্রৌপদী অপমানের আগুনে জ্বলেছেন। বর্তমান সময়ও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। একদিকে, আমরা সর্বশক্তিস্বরূপা মা দুর্গার আরাধনা করি আবার নারীদের ওপরই নিরন্তর চলে অত্যাচার। তা সে মানসিক নির্যাতন হোক কিংবা শারীরিক নিগ্রহর ঘটনা। কখনো বা সতীত্বের জ্বলন্ত চিতায় পুড়ে খাক হয় নারীশরীর। কখনো বা ডাইনি সন্দেহে মেয়েদের পুড়িয়ে মারা হয়। আধুনিক সময়ও পরিস্থিতি এতটুকু না বদলে দহনের নতুন রূপ সামনে এসেছে।

অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মেয়ের মুখ। শুধু মুখ নয়, গোটা অস্তিত্বই। সেই সব অ্যাসিড আক্রান্তদের কথাই দক্ষিণদাড়ি ইয়ুথসে এবার তুলে ধরছেন শিল্পী অনির্বাণ দাস। ২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের মণ্ডপভাবনা হল ‘দহন’। যে-দহন আবহমান। আবার যে-দহন প্রতিরোধের ভাষাও নির্মাণ করছে। যে ভাষ্যের কেন্দ্রে অধিষ্ঠাত্রী স্বয়ং মা দুর্গা।

অ্যাসিড আক্রান্তদের অ্যাসিড-ঝলসানো বীভৎস মুখগুলো যেন হয়ে উঠেছে পুরুষতান্ত্রিক সমাজের আয়না। আবহমান নিষ্ঠুর ইতিহাস সেই আয়নায় নিজেরই মুখ দেখছে।

কবি শ্রীজাতর লেখা কবিতার উল্লেখ করে বলতে হয়, “দাহ মুছে যাক। দহন জাগুক দাগে।
মহীরুহ গেলে নতজানু হয় ঝড়ও।

ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে।
তোমার আগুন, আকাশের চেয়ে বড়…”

শিল্পী অনির্বাণের কথায়, ‘আমাদের দেশে গড়ে প্রতিবছর ২০০-৩০০টি অ্যাসিড আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়। কমবেশি ৯৫% ঘটনায় অভিযুক্তের সাজা হয় না। ২০০০-২০১৬ সালের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি মানুষকে। যার সিংহভাগই নারী। দেশ জুড়ে প্রতি ঘণ্টায় ঘটছে ৮৬টি ধর্ষণের ঘটনা। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এখনো বাল্যবিবাহ, নারী পাচার, শিশু-পাচার, গার্হস্থ্য হিংসার মতো ঘটনা ঘটেই চলেছে। পণের দাবিতে কেরোসিন ঢেলে নববধূকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এর বাইরেও বহুবিধ অত্যাচারের শিকার হচ্ছেন নারীরা। দহন তো রূপক মাত্র। কখনো তা শরীর পোড়ায়, কখনো মন। কিন্তু এতকিছুর পরও আশার আলো আছে। নারী পিছিয়ে আসছে না।

ফিনিক্স পাখির মতো দহন পরবর্তী ছাইভস্ম থেকেই ফের জেগে উঠছেন নাছোড় ও দুঃসাহসী নারীরা। কন্যা রূপে, দেবী রূপে সর্বভূতে বিরাজমান শক্তিরূপময়ী মা দুর্গারই তেজে তেজোদৃপ্ত হয়ে উঠেছেন কোটি কোটি মানবী দুর্গা।’

নিজস্ব চিত্র

আরও পুজো : হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...