Homeদুর্গাপার্বণদক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

প্রকাশিত

মহাকাব্যে, পুরাণে, ইতিহাসে বারবার নানাভাবে জ্বলে-পুড়ে খাক হয়েছেন নারীরা। সীতাকেও দিতে হয়েছিল অগ্নিপরীক্ষা। তাতে তাঁর দেহ না জ্বললেও আত্মসম্ভ্রম পুড়ে খাক হয়েছে। আবার দ্রৌপদী অপমানের আগুনে জ্বলেছেন। বর্তমান সময়ও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। একদিকে, আমরা সর্বশক্তিস্বরূপা মা দুর্গার আরাধনা করি আবার নারীদের ওপরই নিরন্তর চলে অত্যাচার। তা সে মানসিক নির্যাতন হোক কিংবা শারীরিক নিগ্রহর ঘটনা। কখনো বা সতীত্বের জ্বলন্ত চিতায় পুড়ে খাক হয় নারীশরীর। কখনো বা ডাইনি সন্দেহে মেয়েদের পুড়িয়ে মারা হয়। আধুনিক সময়ও পরিস্থিতি এতটুকু না বদলে দহনের নতুন রূপ সামনে এসেছে।

অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মেয়ের মুখ। শুধু মুখ নয়, গোটা অস্তিত্বই। সেই সব অ্যাসিড আক্রান্তদের কথাই দক্ষিণদাড়ি ইয়ুথসে এবার তুলে ধরছেন শিল্পী অনির্বাণ দাস। ২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের মণ্ডপভাবনা হল ‘দহন’। যে-দহন আবহমান। আবার যে-দহন প্রতিরোধের ভাষাও নির্মাণ করছে। যে ভাষ্যের কেন্দ্রে অধিষ্ঠাত্রী স্বয়ং মা দুর্গা।

অ্যাসিড আক্রান্তদের অ্যাসিড-ঝলসানো বীভৎস মুখগুলো যেন হয়ে উঠেছে পুরুষতান্ত্রিক সমাজের আয়না। আবহমান নিষ্ঠুর ইতিহাস সেই আয়নায় নিজেরই মুখ দেখছে।

কবি শ্রীজাতর লেখা কবিতার উল্লেখ করে বলতে হয়, “দাহ মুছে যাক। দহন জাগুক দাগে।
মহীরুহ গেলে নতজানু হয় ঝড়ও।

ছাই উড়ে যেতে এক মুহূর্ত লাগে।
তোমার আগুন, আকাশের চেয়ে বড়…”

শিল্পী অনির্বাণের কথায়, ‘আমাদের দেশে গড়ে প্রতিবছর ২০০-৩০০টি অ্যাসিড আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়। কমবেশি ৯৫% ঘটনায় অভিযুক্তের সাজা হয় না। ২০০০-২০১৬ সালের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি মানুষকে। যার সিংহভাগই নারী। দেশ জুড়ে প্রতি ঘণ্টায় ঘটছে ৮৬টি ধর্ষণের ঘটনা। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এখনো বাল্যবিবাহ, নারী পাচার, শিশু-পাচার, গার্হস্থ্য হিংসার মতো ঘটনা ঘটেই চলেছে। পণের দাবিতে কেরোসিন ঢেলে নববধূকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এর বাইরেও বহুবিধ অত্যাচারের শিকার হচ্ছেন নারীরা। দহন তো রূপক মাত্র। কখনো তা শরীর পোড়ায়, কখনো মন। কিন্তু এতকিছুর পরও আশার আলো আছে। নারী পিছিয়ে আসছে না।

ফিনিক্স পাখির মতো দহন পরবর্তী ছাইভস্ম থেকেই ফের জেগে উঠছেন নাছোড় ও দুঃসাহসী নারীরা। কন্যা রূপে, দেবী রূপে সর্বভূতে বিরাজমান শক্তিরূপময়ী মা দুর্গারই তেজে তেজোদৃপ্ত হয়ে উঠেছেন কোটি কোটি মানবী দুর্গা।’

নিজস্ব চিত্র

আরও পুজো : হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।