Homeশিক্ষা ও কেরিয়াররাজ্যে ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল, নেপথ্যে পরিকাঠামোর অভাব না দুর্নীতি?

রাজ্যে ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল, নেপথ্যে পরিকাঠামোর অভাব না দুর্নীতি?

প্রকাশিত

পরিকাঠামোর অভাবের কারণে রাজ্যে এক ধাক্কায় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়। রাজ্যে মোট বিএড কলেজের সংখ্যা ৬২৪ টির কাছাকাছি এর মধ্যে ২৫৩টির অনুমোদন বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়ুয়ারা। তবে পরিকাঠামোর যুক্তি সামনে এলেও, দুর্নীতির অভিযোগই বিএড কলেজের অনুমোদন বাতিলের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

বিএড কলেজের অনুমোদন পেতে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এই নিয়ম না মানা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিএড কলেজের অনুমোদন মেলে না। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের (এনসিটিই) নিয়ম অনুযায়ী বিএড কলেজে শিক্ষিক ও পড়ুয়াদের একটি নির্দিষ্টি অনুপাত বজায় রাখতে হবে। সেই অনুপাত যদি বজায় না থাকে অনুমোদন দেওয়া যাবে না।

রাজ্যে মোট বিএড কলেজের ৬০০টি বেসরকারি এবং ২৪টি সরকারি। এর মধ্যে ৩৭১টি কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫৩টি কলেজের অনুমোদন মেলেনি।

যদিও রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা ভট্টাচার্য আগেই বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘বিএড কলেজকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তিন বিষয় দেখা হয়ে থাকে। এর মধ্যে পড়ুয়া-শিক্ষক অনুপাত খুবই গুরুত্বপূর্ণ। যারা এই অনুপাত বজায় রাখছে না তাদের অনুমোদন দেওয়া হবে না।’ অনেকে ভুয়ো নথি দিয়েছে বলেও সংবাদমাধ্যমে অভিযোগ করেন তিনি।

তবে কয়েকটি বেসরকারি বিএড কলেজের দাবি, তারা শিক্ষক কম থাকার জন্য কোনও ভাবেই দায়ী নন। কারণ, অনেক শিক্ষক চলে যাওয়ায় তাঁরা নিয়োগ প্রক্রিয়া শুরু করে। কিন্তু শিক্ষকদের ইন্টারভিউ নেওয়ার আগেই আবার অনুমোদন পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হয়। ফলে তারা এনসিটিই শর্তাবলী মানতে পারেনি। তাদের দাবি, এক্ষেত্রে আরও কিছুদিন ছাড় দিতে পারত রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়।

বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদমাধ্যমে বলেন, ‘আপানারা দেখেছেন কী ভাবে নিয়োগ দুর্নীতির খরব সাংবাদমাধ্যমে আসছে। বিএড কলেজ থেকে ভুয়ো সার্টিফিকেট দেওয়ারও অভিযোগ উঠেছে। তাই আমাদের কড়া হওয়ার প্রয়োজন ছিল। দুর্নীতি হয়েছে কি হয়নি তার বিচার আদালত করবে। ’

আরও পডু়ন: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে ডেডলাইন সুপ্রিম কোর্টের, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, আহত বেশ কয়েকজন

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

আরও পড়ুন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।