Bana sahayak recruitment 2023: বন সহায়ক পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে জানুন বিস্তারিত

0
bana sahayak recruitmen

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল প্যানেল। ফের নতুন করে বন সহায়ক পদে নিয়োগ শুরু হল। ১৯ তারিখ বিভিন্ন সংবাদপত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন সহায়ক নিয়োগের। শূন্যপদের সংখ্যা ২০০০। কী ভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত ভাবে।

শূন্যপদের সংখ্যা কত এবং কারা আবেদন করতে পারবেন?

পদের নাম: বনসহায়ক
শূন্যপদ: ২০০০

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ বতে হবে।

বয়স সীমা ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ থেকে ৪০ হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞাপন অনুযায়ী ১৯ তারিখ থেকে ৭ টি কাজের দিনের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ ২৫ মে। ওই দিন বিকাল ৫-৩০ পর্যন্ত আবেদনপত্র গৃহিত হবে।

অনলাইন আবেদনপত্র ডাউনলোড করতে হবে https://www.westbengalforest.gov.in/

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা করতে হবে।

মুখবন্ধ একটি খামে আবেদনপত্র জমা করতে হবে।

কোন এলাকার বাসিন্দা কাকে উদ্দেশ করে আবেদনপত্র লিখবেন তার জন্য বন দফতরের প্রয়োজনীয় নির্দেশিকা দেখে নেবেন। আপনার এলাকার নির্দিষ্ট অফিসে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে।

এই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন।

বিজ্ঞাপন