সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.gov.in-এ নিজেদের রেজাল্ট শীঘ্রই দেখতে পারবেন।
সিবিএসই-র অফিসিয়াল ঘোষণা অনুসারে, দ্বাদশ শ্রেণির ফলাফল আজ, (১২ মে, ২০২৩) ঘোষণা করা হয়েছে। আজ প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এ বারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছেন।
উল্লেখযোগ্য ভাবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্য়ে যাতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি না হয়, তার জন্য এবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। শুধুমাত্র যে সমস্ত পড়ুয়ারা কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল কী ভাবে দেখবেন-
১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in-এ যান
২. এখানে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৩-এর জন্য লিঙ্কে ক্লিক করুন
৩. আপনার বিবরণ লিখুন
৪. আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে
৫. ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
এ ছাড়াও digilocker.gov.in-এ মার্কশিট দেখা যাবে। এর জন্য সিকিউরিটি পিন এবং পাসকি ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হয়েছে। অফিসিয়াল সাইট এবং ডিজিলকারের পাশাপাশি, রেজাল্ট দেখা যাবে UMANG অ্যাপেও।