Home শিক্ষা ও কেরিয়ার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও...

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী

College student applying for admission

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদনের সময়সীমা বাড়াল উচ্চশিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও ১৫ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফলে পড়ুয়ারা এখন আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারই (২ জুলাই) ছিল ভর্তির শেষ দিন। তবে এদিন এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের দু’সপ্তাহ পূর্ণ হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভর্তির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি।”

শিক্ষামন্ত্রী আরও জানান, এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন এবং মোট ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯০১ জন পড়ুয়া ভিনরাজ্যের বাসিন্দা। এছাড়া, উচ্চশিক্ষার ‘চ্যাটবট বীণা’ ইতিমধ্যেই ৩৩ হাজার ২৬৭টি প্রশ্নের উত্তর দিয়েছে।

পোর্টাল বন্ধের ঘোষণা

এদিকে, ওবিসি ক্যাটেগরি সংক্রান্ত আইনি জটিলতার কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে বন্ধ রাখা হয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ দুই শিক্ষা পোর্টাল— বাংলার শিক্ষা পোর্টাল এবং এসএসসি-র উৎসশ্রী পোর্টাল।

শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ জুলাই (সোমবার) সকাল ১১টা পর্যন্ত এই দুই পোর্টাল বন্ধ থাকবে।

জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, আইওএসএমএস এবং স্কলারশিপ পোর্টাল— এই চারটি শিক্ষা সংক্রান্ত পোর্টাল এতদিন কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC)-এর মাধ্যমে পরিচালিত হত। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এগুলি ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারের অধীনে নিয়ে এসে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে আনা হবে।

প্রশাসনিক সূত্রে খবর, ক্যাটেগরি সংক্রান্ত ডেটা সংশোধন এবং নিরাপত্তা সংক্রান্ত কারণে এই রদবদল করা হচ্ছে। বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী আপাতত রাজ্যের শিক্ষা বিভাগের অধীনে থাকলেও, আইওএসএমএস ও স্কলারশিপ পোর্টালও রাজ্যের নিয়ন্ত্রণে আসবে বলে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version