পশ্চিম বর্ধমান জেলার মহিলাদের জন্য এসেছে সরকারি প্রকল্পে কাজের এক সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে কমিউনিটি অডিটর পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ হবে আনন্দধারা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের অধীনে।
পদ ও শর্তাবলি:
- পদ: কমিউনিটি অডিটর
- পদসংখ্যা: ১১টি
- যোগ্যতা:
- আবেদনকারীদের মহিলা হতে হবে এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে।
- বয়স: ২৫ থেকে ৪০ বছর
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পাশ করা আবশ্যক
- কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে
বেতন ও কার্যকাল:
- দৈনিক সম্মানদান: ₹৬০০
আবেদন পদ্ধতি ও সময়সীমা:
- আবেদন করতে হবে অফলাইনে
- আবেদন শুরু: ১৮ জুলাই ২০২৫
- আবেদনপত্র জমার শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫
- আবেদনপত্রের নির্দিষ্ট ফরম্যাট বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে
নির্বাচন পদ্ধতি:
- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে
- ইন্টারভিউয়ের দিন: ৩ অক্টোবর ২০২৫, সকাল ১১টা
- প্রার্থীদের ওই দিন নির্দিষ্ট ঠিকানায় সমস্ত নথিপত্র-সহ উপস্থিত হতে হবে
বিশেষ অগ্রাধিকার:
এই নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন:
- রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও জনজাতি উন্নয়ন দফতরের অবসরপ্রাপ্ত ইনস্পেক্টর
- অথবা রাজ্য/কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক
গুরুত্বপূর্ণ:
এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও শর্ত বিস্তারিতভাবে দেওয়া রয়েছে জেলা প্রশাসনের মূল নিয়োগ-বিজ্ঞপ্তিতে। আবেদনকারীদের তা ভালভাবে পড়ে নেওয়ার পর আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শিক্ষা-কেরিয়ার সংক্রান্ত সব খবরের জন্য এখানে ক্লিক করুন