Homeশিক্ষা ও কেরিয়ারআইআইটি খড়গপুরে আত্মহত্যা রুখতে অভিভাবকদের জন্যও ইন্ডাকশন, প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির

আইআইটি খড়গপুরে আত্মহত্যা রুখতে অভিভাবকদের জন্যও ইন্ডাকশন, প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির

আইআইটি খড়গপুরে আত্মহত্যা রুখতে বড় পদক্ষেপ। পড়ুয়াদের মানসিক চাপের মূল কারণ বাবা-মায়ের ইন্টার্নশিপ ও চাকরির চাপ—জানাল বিশেষজ্ঞ কমিটি। এবার অভিভাবকদের জন্যও থাকবে ইন্ডাকশন প্রোগ্রাম।

প্রকাশিত

আইআইটি খড়গপুরে আত্মহত্যার ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে এবার অভিভাবকদের জন্যও ইন্ডাকশন প্রোগ্রামের প্রস্তাব এসেছে একটি বিশেষজ্ঞ কমিটির তরফে। কারণ, এক সমীক্ষা উঠে এসেছে, ৮৫% পড়ুয়া মানসিক চাপে ভোগে বাবা-মায়ের কাছ থেকে ইন্টার্নশিপ ও চাকরি পাওয়ার জন্য চাপের ফলে।

এই ‘অতিরিক্ত অভিভাবকীয় চাপ’ বিষয়টি প্রকাশ্যে আসে সম্প্রতি একটি বিশেষজ্ঞ কমিটির ছাত্রদের সঙ্গে সরাসরি আলোচনা করার সময়। কমিটির মতে, অনেক অভিভাবকই আইআইটির শিক্ষা পদ্ধতি এবং বাস্তব সুযোগ-সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল নন। তাই তাঁদের সচেতন করাই এই প্রস্তাবের মূল লক্ষ্য।

এই কমিটি তৈরি হয়েছিল এপ্রিল-মে মাসে, খড়গপুর আইআইটির একাধিক আত্মহত্যার ঘটনার পরে। শুক্রবার সকালে রাজেন্দ্র প্রসাদ হলের ঘর থেকে উদ্ধার হয় চতুর্থ বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ। গত সাত মাসে এটি চতুর্থ এবং ২০২৪ সালের জুন থেকে পঞ্চম আত্মহত্যার ঘটনা।

কমিটিতে রয়েছেন কাউন্সেলর, মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ এবং প্রাক্তনীরা। মঙ্গলবার তাঁরা আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজেদের প্রস্তাব জমা দেন।

সুমন চক্রবর্তী বলেন, “৮০%-এর বেশি ছাত্র ছাত্রী জানিয়েছে, বাবা-মায়ের পক্ষ থেকে ভালো ইন্টার্নশিপ ও চাকরির জন্য প্রবল চাপ থাকে। এর থেকেই তৈরি হয় মানসিক চাপ। তাই ইন্ডাকশনের সময় অভিভাবকদের যুক্ত করার ভাবনা। এই বছর থেকেই কার্ষকরী করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “শুধু কতগুলি ইন্টার্নশিপ করল তা নয়, বরং কোন ইন্টার্নশিপ থেকে কী শিখল, সেটাই আসল। IIT-এর অ্যালামনি নেটওয়ার্ক এবং নিজস্ব সংযোগের মাধ্যমে প্রচুর ইন্টার্নশিপের সুযোগ থাকে। অভিভাবকদের এই বিষয়গুলো জানানো প্রয়োজন।”

শিক্ষকরাও জানিয়েছেন, ইদানীং পড়ুয়ারা শুধু CV সাজানোর জন্য একাধিক ইন্টার্নশিপে অংশ নিচ্ছে, অনেক সময়েই তা বাবা-মা-র মাধ্যমে জোগাড় করা হয়। এতে চাপ বাড়ছে, ফলে মানসিক সমস্যা দেখা দিচ্ছে।

এক অধ্যাপক বলেন, “শুধু পড়াশোনা নয়, দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই অনেক পড়ুয়া চাকরি পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। শিক্ষকরা যতটা পারেন সাহস দেন, কিন্তু পরিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা যায় না।”

বিশেষজ্ঞ কমিটির অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে—

  • ছাত্রদের জন্য হোস্টেলে পূর্ণকালীন প্রশাসনিক পেশাদার নিয়োগ
  • মেসে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি ব্যবহার, যাতে বোঝা যায়, কেউ প্রতিনিয়ত খাবার মিস করছে কিনা
  • পাঠ্যক্রমে জীবনদক্ষতা, সামাজিক-মানসিক শিক্ষা ও মানসিক স্থিতি সংক্রান্ত কোর্স যোগ করা
  • কাউন্সেলরের সংখ্যা বাড়ানো এবং তাঁদের ওরিয়েন্টেশন করানো
  • হোস্টেলেই কাউন্সেলরের ঘন ঘন উপস্থিতি, যাতে কাউন্সেলিংকে ঘিরে থাকা সামাজিক বাধা ভাঙা যায়

আগামী দু’সপ্তাহের মধ্যেই এই কমিটি একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।