Homeশিক্ষা ও কেরিয়ারফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় পড়ুয়াদের জয়জয়কার, ২ জন জিতলেন সোনা, ৩ জন রুপো...

ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় পড়ুয়াদের জয়জয়কার, ২ জন জিতলেন সোনা, ৩ জন রুপো  

প্রকাশিত

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পড়ুয়াদের জয়জয়কার। ম্যাথস অলিম্পিয়াডের পর এ বার ফিজিক্স অলিম্পিয়াডেও জয়জয়কার মেধাবী ভারতীয় পড়ুয়াদের। ২১ থেকে ২৯ জুলাই ইরানের ইসফাহানে বসেছিল ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড। ৫ জন ভারতীয় পড়ুয়া যোগ দিয়েছিলেন ওই ফিজিক্স অলিম্পিয়াডে। ৫ জনই ফিজিক্স অলিম্পিয়াডে পদক জিতেছেন। ২টো স্বর্ণপদক আর ৩টে রুপোর পদক জিতেছেন ভারতীয় পড়ুয়ারা।

ছত্তীসগঢ়ের রিদম কেড়িয়া আর মধ্যপ্রদেশের বেদ লাহোটি ফিজিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। মহারাষ্ট্রের আকর্ষরাজ সহায়, রাজস্থানের জয়বীর সিং আর উত্তরপ্রদেশের ভব্যা তিওয়ারি রুপোর পদক জিতেছেন।

এবারের ফিজিক্স অলিম্পিয়াডে ৪৩টি দেশের মোট ১৯৩ জন পড়ুয়া যোগ দিয়েছিলেন। পদকের তালিকায় ভিয়েতনামের সঙ্গে চতুর্থ স্থানে আছে ভারত। শীর্ষ স্থানে আছে চিন। রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। রোমানিয়া আছে তৃতীয় স্থানে। ভারতের দলে ৪ জন অধ্যাপক বৈজ্ঞানিক পর্যবেক্ষক হিসাবে ছিলেন।

ম্যাথস অলিম্পিয়াড থেকে ৪টি সোনা, ১টি রুপো

ফিজিক্স অলিম্পিয়াডের মতোই ম্যাথস অলিম্পিয়াডে গিয়েছিলেন ৬ ভারতীয় পড়ুয়া। ১১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বাথে বসেছিল আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডের আসর। ভারতীয় দল ৪টি সোনা আর একটি রুপোর পদক জিতেছে। ১০৮টি দেশের মধ্যে পদক তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত।

৬ জন ভারতীয় পড়ুয়ার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের আদিত্য মাঙ্গুড়ি ভেঙ্কট গণেশ, অসমের আনন্দ ভাদুড়ী, উত্তরপ্রদেশের কনভ তলোয়ার, মহারাষ্ট্রের রুশিল মাথুর, দিল্লির অর্জুন গুপ্তা আর মহারাষ্ট্রের সিদ্ধার্থ চোপড়া। ম্যাথস অলিম্পিয়াডে যোগদানকারী ভারতীয় পড়ুয়াদের মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন

স্কুলপড়ুয়াদের পড়ার বোঝা কমাতে কী উদ্যোগ নিল কেরল সরকার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।