খুব শীঘ্রই নিজের ১৫ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে মার্কিন চিপ নির্মাতা সংস্থা ইন্টেল (Intel)। বৃহস্পতিবার সংস্থা জানিয়েছে, ব্যয় সংকোচনের জন্যই এই পদক্ষেপ।
সম্প্রতি শেষ হওয়া ত্রৈমাসিকে ১৬০ কোটি মার্কিন ডলার ক্ষতির কথা জানিয়েছে ইন্টেল৷ এরই মধ্যে চলতি বছরে আনুমানিক ২০০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে সংস্থা।
ইন্টেলের চিফ এক্সিকিউটিভ প্যাট গেলসিঞ্জার জানান, “আমাদের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক কর্মক্ষমতা হতাশাজনক ছিল, যদিও আমরা মূল পণ্য এবং প্রক্রিয়া প্রযুক্তির মাইলফলকগুলিকে ছুঁতে পেরেছি”।
ইন্টেলের চিফ ফিনান্সিয়াল অফিসার ডেভিড জিন্সনারের মতে “আগামীতে ব্যয় হ্রাস করার মাধ্যমে, আমরা নিজেদের মুনাফা বাড়াতে এবং আমাদের ব্যালেন্স শিটকে শক্তিশালী করার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছি”।
বলে রাখা ভালো, গত বছরের শেষে ইন্টেল জানিয়েছিল তাদের কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮০০- য়। সেখান থেকে ১৫ শতাংশ ছাঁটাই হলে কাজ হারাবেন প্রায় ১৮ হাজার কর্মী।
গত জুন মাসে, ইন্টেল ঘোষণা করেছিল, তারা ইজরায়েলের একটি বড় কারখানা প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করছে। যেখানে প্রায় ১৫০০ কোটি মার্কিন ডলার ব্যয় হওয়ার কথা ছিল। সেই সময় ইন্টেল বলেছিল যে “বড় আকারের প্রকল্পগুলি পরিচালনা করা, বিশেষ করে আমাদের শিল্পে, প্রায়শই পরিবর্তনের সময়রেখার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়।”
নতুন করে বলার নয়, গত কয়েক দশক ধরে, ইন্টেল এমন চিপগুলির জন্য বাজারে আধিপত্য বিস্তার করেছে যা ল্যাপটপ থেকে ডেটা সেন্টার পর্যন্ত সবকিছু চালায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এর প্রতিযোগীরা – বিশেষ করে এনভিডিয়া (Nvidia)-র বিশেষ এআই প্রসেসরে (specialized AI processors) অনেকটাই এগিয়ে গেছে।