খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনটা বেশ ভালো শুরু হয়েছিল ভারতের পক্ষে। শুটিং-এ ব্রোঞ্জ পদক জিতলেন স্বপ্নিল কুসালে। ভারতের ঝুলিতে তৃতীয় পদক এল। কিন্তু আনন্দের এই খবরের পরেই বিষাদের খবর। নানা ইভেন্টে ব্যর্থতার খবর আসতে লাগল ভারতীয় শিবিরে।
শুটিং-এ মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনাল রাউন্ডে যেতে ব্যর্থ হলেন সিফ্ত কৌর সামরা এবং অঞ্জুম মৌদ্গিল। তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ১৬’ থেকে বিদায় নিলেন প্রবীণ যাদব। বক্সিং-এ মেয়েদের ৫০ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-এ হেরে গেলেন নিখাত জারিন। সেলিং পুরুষদের ডিঙ্গিতে ২টি রেসের পরে বিষ্ণু সরবানন রয়েছেন ২৫তম স্থানে। আর মেয়েদের ডিঙ্গিতে ১টি রেসের পরে নেত্রা কুমানন ষষ্ঠ স্থানে রয়েছেন।
ব্যাডমিন্টনে সাত্ত্বিক-চিরাগ জুটি বিদায় নিলেন ‘রাউন্ড অফ ১৬’ বিদায় নিলেন। পিভি সিন্ধুও বিদায় নিলেন। একমাত্র শাটার হিসাবে থাকলেন লক্ষ্য সেন। তিনি ‘রাউন্ড অফ ১৬’-য় হারালেন ভারতেরই এইচএস প্রণয়কে। হকির পুল ‘বি’র ম্যাচে ভারত ১-২ গোলে হেরে গেল বেলজিয়ামের কাছে। অ্যাথলেটিক্সেও ভারতের সূচনা ভালো হল না।
ষষ্ঠ দিনে ভারতের ফল
অ্যাথলেটিক্স
পুরুষদের ২০ কিমি রেস ওয়াকের ফাইনালে বিকাশ সিং থাকলেন ২০তম স্থানে এবং পরমজিৎ সিং বিশ্ত ৩৭তম স্থানে। আর অক্ষদীপ সিং রেস শেষই করতে পারলেন না। মেয়েদের ২০ কিমি রেস ওয়াকে প্রিয়াঙ্কা গোস্বামী থাকলেন ৪১তম স্থানে।
তিরন্দাজি
পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের ‘রাউন্ড অফ ১৬’-এ চিনের ওয়েনচাও কাওয়ের কাছে ০-৬ স্কোরে পরাজিত হয়ে বিদায় নিলেন প্রবীণ যাদব।
ব্যাডমিন্টন
সতীর্থ এইচএস প্রণয়কে ২১-১২, ২১-৬ ফলাফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন।
চিনের হে বিং জিয়াওয়ের কাছে ১৯-২১, ১৪-২১ ফলাফলে হেরে ‘রাউন্ড অফ ১৬’ থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু।
পুরুষদের ডাবলসে তৃতীয় বাছাই সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন। তাঁরা ২১-১৩, ১৪-২১, ১৬-২১ ফলে হেরে গেলেন মালয়েশিয়ার আরোন চিয়া এবং সোহ য়ু ইয়িক জুটির কাছে।
শুটিং
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিসন ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুসালে। আর মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিসন ইভেন্ট থেকে বিদায় নিলেন সিফ্ত কৌর সামরা ও অঞ্জুম মৌদ্গিল।
বক্সিং
মেয়েদের ৫০ কেজি বিভাগের ‘রাউন্ড অফ ১৬’-য় চিনের উ ইয়ু-এর কাছে হেরে গেলেন নিখাত জারিন।
আরও পড়ুন
প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের ঝুলিতে তৃতীয় পদক, শুটিং-এ ব্রোঞ্জ আনলেন স্বপ্নিল কুসালে