জয়েন্ট এন্ট্রাস মেইন ২০২৫ (JEE Main 2025) পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
১২টি প্রশ্ন বাতিল
জানুয়ারি ২২-৩০ তারিখে অনুষ্ঠিত JEE Main 2025 পরীক্ষায় ১২টি প্রশ্ন বাতিল করা হয়েছে, যার বেশিরভাগই পদার্থবিদ্যার। বাতিল হওয়া প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
বাতিল হওয়া প্রশ্নগুলোর আইডি:
পদার্থবিদ্যা: 656445270, 7364751025, 656445566, 6564451161, 656445870, 7364751250, 564451847, 6564451917
রসায়ন: 656445728, 6564451784
গণিত: 6564451142, 6564451898
JEE Main 2025 ফলাফল কবে প্রকাশিত হবে?
আশা করা হচ্ছে, ১২ ফেব্রুয়ারির মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in ওয়েবসাইট থেকে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। তবে নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি, তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে।
JEE Main 2025 ফলাফল কী ভাবে দেখবেন?
১. jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান।
২. ‘JEE Main 2025 Session 1 Results’ লিংকে ক্লিক করুন।
৩. লগইন তথ্য (রোল নম্বর, জন্ম তারিখ) দিয়ে ‘Submit’ করুন।
৪. স্কোরকার্ড স্ক্রিনে ভেসে উঠবে।
৫. ভবিষ্যতের জন্য স্কোরকার্ড ডাউনলোড ও সেভ করুন।
JEE Main 2025 স্কোরকার্ডে যে তথ্য থাকবে:
- পরীক্ষার্থীর নাম
- রোল নম্বর
- জন্ম তারিখ
- অভিভাবকের নাম
- যোগ্যতার রাজ্য কোড
- শ্রেণি (ক্যাটাগরি)
- বিষয়ভিত্তিক NTA স্কোর
- সামগ্রিক NTA স্কোর
JEE Main 2025 ফলাফল কোথায় পাওয়া যাবে?
- jeemain.nta.nic.in
- nta.ac.in
পরীক্ষার্থীরা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।